এক্সপ্লোর
বাটলারের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে জয়ী ইংল্যান্ড

সাউদাম্পটন: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে ঝলসে উঠল জোস বাটলারের ব্যাট। তাঁর ৪৯ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংসের সুবাদে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। বাটলারের এই ইনিংসে ছিল চারটি ছক্কা এবং তিনটি চার। এটাই টি-২০ ম্যাচে বাটলারের সর্বোচ্চ রান। এই ইনিংসের পর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তাঁর ডাক পাওয়ার আশা বেড়ে গিয়েছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সফরকারীদের কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। ইংল্যান্ডের ক্রিস জর্ডন ও লিয়াম ডসন তিনটি করে উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জেসন রয়ের (০) উইকেট হারায় ইংল্যান্ড। তবে বাটলার ও চার নম্বরে ব্যাট করতে নামা ইয়ন মর্গ্যানের অপরাজিত ৪৯ রানের সুবাদে আট উইকেটে জয় পায় ইংল্যান্ড।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















