এক্সপ্লোর
Advertisement
অধিনায়কত্ব মানে শুধু নামের আগে ‘সি’ যুক্ত হওয়া নয়, দলগত প্রচেষ্টাই আসল, বলছেন বিরাট
অধিনায়ক হিসেবে দেশের মাটিতে ১৫টি এবং বিদেশে ১৩টি টেস্টে জয় পেয়েছেন বিরাট।
কিংস্টন: সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে টেস্টে ভারতের সফলতম অধিনায়ক হওয়ার দিনেও বিরাট কোহলির মুখে দলের কথা। ব্যক্তিগত সাফল্যের চেয়েও দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভারতের অধিনায়ক। তিনি বলেছেন, ‘অধিনায়কত্ব মানে শুধু নামের আগে ‘সি’ যুক্ত হওয়া নয়। দলগত প্রচেষ্টাই আসল ব্যাপার। আমাদের দল ভাল বলেই এই জায়গায় আসতে পেরেছি। আমাদের দলে যদি এরকম বোলাররা না থাকত, তাহলে এই ফল পাওয়া সম্ভব হত না।’
অধিনায়ক হিসেবে দেশের মাটিতে ১৫টি এবং বিদেশে ১৩টি টেস্টে জয় পেয়েছেন বিরাট। ২০১৬ সালের অক্টোবর থেকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারতীয় দল। এই সাফল্যের পিছনে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের বড় ভূমিকা আছে। সেই কারণেই বোলারদের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘যত খুশি রান করা যায়, কিন্তু বোলারদের ছাড়া জয় পাওয়া সম্ভব হত না। (মহম্মদ) শামি যেভাবে বোলিং করল, সামান্য চোট পাওয়ার পরেও (জসপ্রীত) বুমরাহ যেভাবে খেলল, ইশান্ত (শর্মা) যেভাবে হৃদয় উজাড় করে দিল, (রবীন্দ্র) জাডেজা লম্বা স্পেল করল, তার ফলেই সাফল্য পেয়েছি আমরা।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement