এক্সপ্লোর
Advertisement
PSG vs Bayern Munich LIVE Streaming: আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন-পিএসজি লড়াই, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দর্শকশূন্য মাঠেই জমজমাট লড়াইয়ের অপেক্ষা।
লিসবন: পাঁচবারের চ্যাম্পিয়ন ও পাঁচবারের রানার্স বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে প্রথমবার ফাইনালে ওঠা প্যারিস সাঁ জার লড়াই। একদিকে টমাস ম্যুলার, রবার্ট লেওয়ানডস্কি, ম্যানুয়েল ন্যুয়ের, অন্যদিকে নেইমার, কিলিয়ান এমবাপে, অ্যাঞ্জেল ডি মারিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দর্শকশূন্য মাঠেই জমজমাট লড়াইয়ের অপেক্ষা। টিভির পর্দায় চোখ রাখবেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
🏟️🏆 The venue and the prize...
Happy #UCLfinal day! 🙌
Reply with a GIF to show your excitement for Paris v Bayern tonight 👇 pic.twitter.com/MnhLllq5yw
— UEFA Champions League (@ChampionsLeague) August 23, 2020
এখনও পর্যন্ত ফ্রান্সের কোনও ক্লাব একবারই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ১৯৯৩ সালে এসি মিলানকে হারিয়ে ইউরোপের সেরা ক্লাবের খেতাব জিতে নিয়েছিল মার্সেই। এরপর আর জিনেদিন জিদান, থিয়েরি অঁরির দেশে এই খেতাব যায়নি। এবার সেই খরা কাটানোর সুযোগ রয়েছে। বাধা একটাই, বায়ার্ন দুরন্ত ফর্মে আছে। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করার পর সেমি-ফাইনালে ফ্রান্সেরই ক্লাব লিঁয়কে ৩-০ গোলে উড়িয়ে দেন লেওয়ানডস্কিরা। অন্যদিকে, জার্মানির ক্লাব আর বি লিপজিগকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে প্রথমবার ফাইনালে উঠেছেন নেইমাররা। এবার তাঁদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিহাস গড়ার সুযোগ।
💨 Who's faster: Kylian Mbappé OR Alphonso Davies?#UCLfinal
— UEFA Champions League (@ChampionsLeague) August 23, 2020
পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও, এখনও পর্যন্ত একবারও এই ট্রফি না পাওয়া পিএসজি-র বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে কিন্তু পিছিয়ে বায়ার্ন। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত দু’দল আটবার মুখোমুখি হয়েছে। পাঁচবার জিতেছে ফ্রান্সের দলটি, তিনবার জিতেছে জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব। ২০১৭-১৮ মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে দু’দলই এক গ্রুপে ছিল। প্রথম পর্বের ম্যাচে ৩-০ গোলে জিতেছিল পিএসজি। দ্বিতীয় পর্বের ম্যাচে অবশ্য ৩-১ গোলে জেতে বায়ার্ন।
🇫🇷 Paris 🆚 Bayern 🇩🇪
Final debutants 🆚 five-time winners
Who will win the 2020 #UCLfinal?#UCLfixtures | @GazpromFootball pic.twitter.com/ZbDJtFMjGL
— UEFA Champions League (@ChampionsLeague) August 23, 2020
ভারতীয় সময় অনুযায়ী, আজ, রবিবার রাত ১২.৩০ মিনিট থেকে শুরু হবে ফাইনাল ম্যাচ। খেলা দেখা যাবে সোনি টেন ২ চ্যানেলে। এছাড়া লাইভ স্ট্রিম দেখা যাবে সোনিলিভে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement