এক্সপ্লোর
Advertisement
দেখুন ভিডিও: বেঙ্গালুরুর শ্লীলতাহানির ঘটনার নিন্দায় সরব কোহলি
নয়াদিল্লি: বেঙ্গালুরুতে মহিলার শ্লীলতাহানির ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে আইপিএলে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বলেছেন, প্রথমে নিজেকে বদল করতে হবে। তাহলে আশেপাশের দুনিয়াটাও নিজে থেকেই বদলে যাবে।
বেঙ্গালুরুতে মহিলার শ্লীলতাহানির ঘটনা সম্পর্কে কোহলি, ‘যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখের বিষয়।ওই মহিলার সঙ্গে যখন ওই ঘটনা ঘটছিল তখন কিছু ভীতু লোক তা দেখছিলেন। ওই ব্যক্তিদের নিজেদের পুরুষ বলে দাবি করার কোনও অধিকারই নেই। ভগবান না করুন, ওই ধরনের ঘটনা যদি আপনার পরিবারের কারুর সঙ্গে হয়, তাহলে কি আপনি দূরে দাঁড়িয়ে দেখবেন, না সাহায্য করতে এগিয়ে আসবেন?’
মহিলাদের ওপর নিগ্রহের ঘটনায় অনেকেই মহিলাদের পোশাক-আশাককে দায়ী করেন। ভারতের টেস্ট দলের অধিনায়ক তারও জবাব দিয়েছেন। ‘কী ধরনের পোশাক পরবেন তা কোনও মেয়ের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু কিছু লোক এই অজুহাত দেখিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে। এখন পুরুষদের দায়িত্ব হল, এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করতে হবে। এতেও একটা আশঙ্কার ব্যাপার যে, কিছু লোক এ ধরনের ঘটনা আড়াল করতে শুরু করে দেবেন। তাই এক্ষেত্রে চিন্তাভাবনার বদল করতে হবে’।
কোহলি বলেছেন, ‘নিজেকে এই সমাজের ভেবে অংশ ভেবে লজ্জা হচ্ছে’। তিনি বলেছেন, চিন্তাভাবনা বদল আনতে হবে এবং সমাজে মহিলাদের পুরুষদের মতোই অধিকার দিতে হবে, তাঁদের সম্মান করতে হবে।
দেখুন কোহলির বক্তব্য-
This country should be safe & equal for all. Women shouldn't be treated differently. Let's stand together & put an end to such pathetic acts pic.twitter.com/bD0vOV2I2P
— Virat Kohli (@imVkohli) January 6, 2017
উল্লেখ্য, বর্ষবরণের রাতে বাড়ি ফেরার সময় এক মহিলার শ্লীলতাহানি করে দুই বাইক আরোহী। সেই ঘটনা ধরা পড়ে সিসিটিভি। এই ঘটনা ঘিরে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement