এক্সপ্লোর
Advertisement
টি-২০ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন ধোনি, মত ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের
সদ্যসমাপ্ত বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে।
নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি এখনও যথেষ্ট ফিট। নির্বাচকরা যদি তাঁকে ঠিকমতো ব্যবহার করতে পারেন, তাহলে তিনি আগামী বছরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত খেলতেই পারেন। এমনই মনে করছেন ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়।
সদ্যসমাপ্ত বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না ধোনি। তিনি ইতিমধ্যেই বিসিসিআই-কে জানিয়ে দিয়েছেন, টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের হয়ে আগামী দু’মাস কাজ করবেন। ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে ক্রিকেটমহলে জল্পনা বেড়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে ধোনির কোচ বলেছেন, ‘ধোনির মধ্যে এখনও ক্রিকেট অবশিষ্ট আছে। ও এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো যথেষ্ট ফিট। আমার মনে হয়, ধোনির বিষয়ে নির্বাচকদের ভাবা উচিত। আমি ছোটবেলা থেকে ধোনিকে চিনি। ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুও জানতে পারবে না ও কখন অবসর নেবে। তাই আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে ওকে দেখে মনে হচ্ছে ফিট এবং খেলা উপভোগ করছে। ও বিশ্বকাপে ভাল খেলেছে।’
ভারতীয় দলের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের বিষয়ে কেশব বলেছেন, ‘ওর সুপরামর্শ দরকার। ধোনির চেয়ে ভাল পরামর্শ আর কে দিতে পারে? এটা আমার ব্যক্তিগত মতামত। আমি জানি না বিসিসিআই কী করবে। তবে যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে বলব, ধোনিকে সব সিরিজে খেলানোর দরকার নেই। ও যাতে টি-২০ বিশ্বকাপ খেলতে পারে, তার জন্য পরিকল্পনা করা উচিত। ততদিনে পন্থও তৈরি হয়ে যাবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement