Commonwealth Games: আজ নামছেন লভলিনা, প্রণতি, কমনওয়েলথের দ্বিতীয় দিনে দেখে নিন ভারতের ক্রীড়াসূচি?
Commonwealth Games 2022: অন্যদিকে বক্সিংয়ে শিব থাপা পাক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন। আবার প্রথম দিনে ক্রিকেটে খারাপ দিন গিয়েছে ভারতের।
বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) প্রথম দিন দুর্দান্ত কেটেছে ভারতের। মহিলাদের হকিতে ঘানার (Ghana) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। মহিলাদের টেবিল টেনিসে (Table Tennis) টিম ইভেন্টে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। অন্যদিকে বক্সিংয়ে শিব থাপা পাক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন। আবার প্রথম দিনে ক্রিকেটে খারাপ দিন গিয়েছে ভারতের। মহিলা ক্রিকেট দল প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে হেরে গিয়েছে। কমনওয়েলথ গেমসে নিজেদের শুরুটা একদমই ভাল হল না হরমনপ্রীতদের। আজ দ্বিতীয় দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারতের প্রতিযোগীরা। দেখে নিন -
ব্যাডমিন্টন
মিক্সড টিম গ্রুপ প্লে স্টেজ- ভারত বনাম শ্রীলঙ্কা (দুপুর ১.৩০)
ভারত বনাম অস্ট্রেলিয়া (রাত ১১.৩০)
সাঁতার
পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইল- হিট থ্রি: কুশাগ্রা রাওয়াত- দুপুর ৩.০৬
আর্টিস্টিক জিমন্যাস্টিক্স
মহিলাদের দলগত ফাইনাল ও ব্যক্তিগত যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ
রুথুজা নটরাজ, প্রতিষ্ঠা সামান্থা ও প্রণতি নায়েক (রাত ৯)
বক্সিং
৫৪-৫৭ কেজি ফেদারওয়েট- রাউন্ড অফ থার্টিটু: হুসসাম উদ্দিন মহম্মদ (বিকেল ৫)
৬৬ কেজি-৭০ কেজি (লাইট মিডলওয়েট), রাউন্ড অফ সিক্সটিন: লভলিনা বড়গোঁহাই- দুপুর ১২
৮৬-৯২ কেজি (হেভিওয়েট)- রাউন্ড অফ সিক্সটিন- সঞ্জীত (রাত ১টা)
ভারত্তোলক
৫৫ কেজি বিভাগে ওয়েটলিফটিংয়ে নামবেন সাইকম মীরাবাঈ চানু
স্কোয়াশ
পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অফ থার্টি টু: রমিত ট্যান্ডন- বিকেল ৫, সৌরভ ঘোষাল- সন্ধে ৬.১৫
মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ থার্টি টু: সুনয়া সারা কুরুভিল্লা- বিকেল ৫.৪৫, জোৎস্না চিনাপ্পা- বিকেল ৫.৪৫
টেবিল টেনিস
মহিলাদের গ্রুপে- ভারত বনাম গায়ানা -দুপুর ২টো
পুরুষদের গ্রুপে- ভারত বনাম নদার্ন আয়ারল্যান্ড- বিকেল ৪.৩০
আরও পড়ুন: ক্যারিবিয়ান-বধে নায়ক ডিকে, টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত