এক্সপ্লোর
Advertisement
ম্যাচ গড়াপেটায় জড়িতদের আজীবন নির্বাসন চান কুক
লন্ডন: ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ক্রিকেটারদের আজীবন নির্বাসিত করার পক্ষে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। তবে একইসঙ্গে তিনি বলেছেন, ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার দায়ে নির্বাসিত হয়ে ফিরে আসা পাক পেসার মহম্মদ আমিরের সঙ্গে খেলতে সমস্যা নেই।
৬ বছর আগে লর্ডস টেস্টে দুই সতীর্থ সলমন বাট ও মহম্মদ আসিফের সঙ্গে মিলে স্পট ফিক্সিং করেছিলেন আমির। তিনি ইচ্ছাকৃতভাবে নো বল করেন। এই অপরাধের জন্য তাঁর কারাদণ্ড হয়। ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নির্বাসিত হতে হয় এই বাঁ হাতি জোরে বোলারকে।
সেই আমির ফের ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত পাক দলে আছেন। তাঁর প্রত্যাবর্তনের টেস্ট হবে লর্ডসেই। কুকের মতে, আমির যে অপরাধ করেছেন তার জন্য উপযুক্ত সাজা পেয়েছেন। তিনি যে সময় এই অপরাধ করেছিলেন, তখন আজীবন নির্বাসনের ধারা ছিল না। তাই আমিরের সঙ্গে খেলতে তাঁর কোনও আপত্তি নেই। তবে আগামী দিনে ম্যাচ গড়াপেটার জন্য কঠোরতম সাজার ব্যবস্থা করা উচিত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement