এক্সপ্লোর
Advertisement
Corey Anderson Retires: ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন, মাত্র ২৯ বছরেই অবসর!
২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে শতরান সম্পূর্ণ করেন কোরি। সেটাই ছিল ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির। পরে সেই রেকর্ড ভেঙে ৩১ বলে সেঞ্চুরি করেন এ বি ডিভিলিয়ার্স।
ক্রাইস্টচার্চ: বয়স মাত্র ২৯ বছর। অথচ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন কোরি অ্যান্ডারসন!
সকলকে হতবাক করে দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিউজিল্য়ান্ডের তারকা অলরাউন্ডার। যিনি আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশের এক বছরের মধ্যে হইচই ফেলে দিয়েছিলেন মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে শতরান সম্পূর্ণ করেন কোরি। সেটাই ছিল ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির। পরে সেই রেকর্ড ভেঙে ৩১ বলে সেঞ্চুরি করেন এ বি ডিভিলিয়ার্স।
নিউজিল্যান্ড ছেড়ে তিনি আপাতত পাকাপাকিভাবে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি মেজর লিগ টি২০-তে ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্ল্যাক ক্যাপস জার্সিতে ৯৩টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন কোরি। তিনি বলেছেন, “নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা দারুণ সম্মান ও গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে আরও খেলতে পছন্দ করতাম। তবে এমনটা সবসময় হয়ে ওঠে না। কখনও কখনও নিত্যনতুন সুযোগ চলে আসে আমাদের সম্পূর্ন অন্যদিকে নিয়ে যায়। যে বিষয়ে হয়ত আমরা কেউই ভাবিনি। নিউজিল্যান্ড আমায় জন্য যা করেছে, তাতে আমি কৃতজ্ঞ।”
জানা গিয়েছে, অ্যান্ডারসনের বাগদত্তা মেরি মার্গারেট একজন আমেরিকান। তিনি কোরির ভবিষ্যত পরিকল্পনায় ভূমিকা রেখেছেন বলেই মনে করা হচ্ছে। তবে অ্যান্ডারসন বলেছেন, “এই সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে ভবিষ্যতের চিন্তা বেশি করে প্রাধান্য পায়। আমার বান্ধবী মেরি মার্গারেট আমার ভবিষ্যত প্ল্যানিংয়ে সাহায্য করেছে। আমেরিকা ছেড়ে নিউজিল্যান্ডে এসে সম্পূর্ণ অন্য সংস্কৃতির সঙ্গে মিলিয়ে নিয়ে আমার গোটা ক্রিকেট কেরিয়ারে পাশেই ছিল ও। আমরা ভেবে দেখলাম, আমেরিকাতে থাকাই আমাদের কাছে সেরা বিকল্প।”
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন কোরি। তবে সম্প্রতি জাতীয় দলের জার্সিতে অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি। শেষবার ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি২০ ম্যাচে খেলেন তিনি। ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন আরও একবছর আগে, বাংলাদেশের বিরুদ্ধে ২০১৭ সালে। মেজর সকার লিগ টি২০ ক্রিকেটে কোরি অ্যান্ডারসন আপাতত সবথেকে হাইপ্রোফাইল ক্রিকেটার। তিনি ছাড়াও এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেন পিয়েত, পাকিস্তানের সামি আসলাম। চোট আঘাত বারবার সমস্যায় ফেলেছে কোরিকে। যা তাঁর সিদ্ধান্তের পিছনে বড় কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করছেন ক্রিকেট মহলের অনেকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement