এক্সপ্লোর
Advertisement
সিপিএল ২০১৯: টি ২০ তে তৃতীয় সর্বোচ্চ রান ত্রিনবাগো নাইট রাইডার্সের
সিপিএলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, টিকেআর ২০ ওভারে ২ উইকেটে ২৬৭ রান করেছে। সিপিএলের রেকর্ড এবং টি ২০ তে তৃতীয় সর্বাধিক রান।
নয়াদিল্লি: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) চলতি টুর্নামেন্টের দশম ম্যাচে রেকর্ড বুকে তাদের নাম তুলল। জামাইকা তাল্লাওয়াহসের বিরুদ্ধে ম্যাচে কায়রন পোলার্ডের নেতৃ্ত্বাধীন টিকেআর টি ২০-র ইতিহাসে তৃতীয় সর্বাধিক রান করল।
নির্ধারিত ২০ ওভারে টিকেআর দুই উইকেট হারিয়ে তুলল ২৬৭ রান। সিপিএলে এটাই কোনও দলের সর্বাধিক রান।
সিপিএলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, টিকেআর ২০ ওভারে ২ উইকেটে ২৬৭ রান করেছে। সিপিএলের রেকর্ড এবং টি ২০ তে তৃতীয় সর্বাধিক রান।
টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার সুনীল নারিন ও লেন্ডল সিমন্স ছয় ওভারে ৫৫ রান করেন। ষষ্ঠ ওভারে আউট হয়ে যান নারিন (২০)।We don't know about you, but we are exhausted after that... @TKRiders reach 267/2 from their 20 overs. A CPL record and the third highest T20 total of all time! #CPL19 pic.twitter.com/14rk1uxeKq
— CPL T20 (@CPL) September 14, 2019
এরপর কিউই ক্রিকেটার কলিন মুনরো ব্যাট করতে নামেন এবং সিমন্সের সঙ্গে জুটি বেঁধে দ্রুতগতিতে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রতি ওভারে প্রায় ১০ রান করে তুলতে থাকে টিকেআর। মাত্র ৫৬ বলে ১২৪ রান যোগ করেন তাঁরা। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সিমন্স। তিনি ৮৬ রান করেন। ১৬ ওভারে ১৭৯ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এর পর ব্যাট করতে নামেন কায়রন পোলার্ড। ডেথ ওভারে বিপক্ষের বোলারদের বেদম প্রহার করেন তাঁরা।TKR off to Flying Start#JTvTKR #CPL19 #BiggestPartyInSport #CricketPlayedLouder pic.twitter.com/eFRdUKsKq3
— CPL T20 (@CPL) September 14, 2019
তাল্লাওয়াহসের বোলাররা কোনওরকম সাফল্য পেতে ব্যর্থ হন। মুনরো ও পোলার্ড যথাক্রমে ৯৬ ও ৪৫ রানে অপরাজিত থাকেন।Power of Simmons & Munro Keeps TKR Strong#JTvTKR #CPL19 #BiggestPartyInSport #CricketPlayedLouder pic.twitter.com/ntB42JsBtq
— CPL T20 (@CPL) September 14, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement