IND vs SA: ঈশ্বরণের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন, দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় 'এ' দলের নেতৃত্বে ভরত
India A: দক্ষিণ আফ্রিকায় ভারতীয় 'এ' দল দুইটি চার দিনের ম্যাচ খেলবে।
নয়াদিল্লি: ডিসেম্বরেই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে যাচ্ছে। সিনিয়র ভারতীয় দলের পাশাপাশি রামধনুর দেশে সফরে যাচ্ছে ভারতীয় 'এ' (India A) দলও। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে (IND A vs SA A) দুইটি চারদিনের ম্যাচ খেলবে ভারত 'এ'। সেই দলকে নেতৃত্বে দেওয়ার দায়িত্ব পেয়েছেন কেএস ভরত (KS Bharat)।
১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর, দুইটি চার দিনের ম্যাচ খেলবে ভারতীয় এ দল। দিনকয়েক আগেও ভারতীয় দলের কিপারের ভূমিকায় দেখা গিয়েছিল ভরতকে। কিন্তু ঈশান কিষাণের উত্থান এবং রাহুল ফিটনেস ফিরে পাওয়ায় সিনিয়র দল থেকে তাঁকে সরিয়ে ফেলে 'এ' দলে রাখা হয়েছে। এই দলে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণও (Abhimanyu Easwaran)। তবে তাঁর সফরে যা বা না যাওয়াটা সম্পূর্ণভাবে তাঁর ফিটনেসের উপর নির্ভরশীল।
দুইটি চারদিনের ম্যাচ খেলা ছাড়াও সফরের মাঝে ভারত একটি আন্তঃদলীয় ম্যাচও খেলবে। সেই ম্যাচে সিনিয়র দল এবং 'এ' দলের তারকারা মিলিয়ে মিশিয়ে রয়েছেন। তিন দিনের এই ম্যাচ ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের আগে, ২০ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে খেলা হবে।
ভারত 'এ' প্রথম ম্যাচ- সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, দেবদত্ত পাড়িক্কাল, প্রদশ রঞ্জন পাল, সরফরাজ খান, কেএস ভরত (অধিনায়ক, উইকেটকিপার), ধ্রুব জুরেল, শার্দুল ঠাকুর, পুলকিত নারঙ, সৌরভ কুমার, মানব সুথার, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, বিদ্যান্ত কাভেরাপ্পা, তুষার দেশপাণ্ডে।
ভারত 'এ' দ্বিতীয় ম্যাচ- সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, কেএস ভরত (অধিনায়ক, উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, ধ্রুব জুরেল (উইকেটকিপার), আকাশ দীপ, মানব সুথার, বিদ্যান্ত কাভেরাপ্পা, নভদীপ সাইনি।
আন্তঃদলীয় ম্যাচ- রোহিত শর্মা, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, অভিমন্যু ঈশ্বরণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সরফরাজ খান, প্রসিদ্ধ রঞ্জন পাল, কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, পুলকিত নারঙ, হর্ষিত রানা, শার্দুল ঠাকুর, সৌরভ কুমার, মানব সুথার, বিদ্যান্ত কাভেরাপ্পা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি*, যশপ্রীত বুমর, নভদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে নেতা সূর্য, ওয়ান ডেতে অধিনায়কত্বে রাহুল, ঘোষিত হল দক্ষিণ আফ্রিকা সফরের দল