Indian Cricket: লাল বলের মহারণে হারের হতাশা ভুলে সাদা বলের ফর্ম্য়াটে ঘুরে দাঁড়াতে পারবে ভারত?
Champions Trophy: আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। বাটলারদের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ। ২২ জানুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ।
মুম্বই: বর্ডার গাওস্কর ট্রফি হারের ক্ষত টাটকা। কিন্তু তাতে প্রলেপ দেওয়ার সময় খুব একটা পাবেন না ভারতীয় ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারের ব্যথা নিয়েই দ্রুত ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নেমে পড়তে হবে ভারতীয় ক্রিকেট দলকে। সবচেয়ে বড় কথা লাল বলের ফর্ম্য়াট থেকে আপাতত সাদা বলের ফর্ম্যাটের লড়াইয়ে নামতে হবে টিম ইন্ডিয়াকে।
আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। বাটলারদের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি সিরিজ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্য়ান্সের পর টি-টোয়েন্টি সিরিজে কামব্যাকের জন্য মরিয়া থাকবে ভারতীয় দল।
এই টি-টোয়েন্টি সিরিজ কোথাও একটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ড্রেস রিহার্সাল হতে চলেছে ভারতীয় দলের কাছে। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা হতে চলেছে দ্রুত। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করা অনেক প্লেয়ারই ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্য়াটের স্কোয়াডে সুযোগ পেতে পারেন।
ভারত বনাম ইংল্য়ান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি: ২২ জানুয়ারি, কলকাতা (ইডেন গার্ডেন্স)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জানুয়ারি, চেন্নাই (এমএ চিদাম্বরম স্টেডিয়াম)
তৃতীয় টি-টোয়েন্টি: ২৮ জানুয়ারি, রাজকোট (সৌরাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন)
চতুর্থ টি টোয়েন্টি: ৩১ জানুয়ারি, পুণে (মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন)
পঞ্চম টি-টোয়েন্টি: ২ ফেব্রুয়ারি, মুম্বই (ওয়াংখেড়ে স্টেডিয়াম)
ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ
প্রথম ওয়ান ডে: ৬ ফেব্রুয়ারি, নাগপুর (বিদর্ভ ক্রিকেট অ্য়াসোসিয়েশন)
দ্বিতীয় ওয়ান ডে: ৯ ফেব্রুয়ারি, কটক (বারবাটি স্টেডিয়াম)
তৃতীয় ওয়ান ডে: ১২ ফেব্রুয়ারি, আমদাবাদ (নরেন্দ্র মোদি স্টেডিয়াম)
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরই চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। দীর্ঘদিন ধরেই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে টালবাহানার জেরে সূচি ঘোষণা পিছিয়ে যাচ্ছিল। তবে দিনকয়েক আগেই জানানো হয়েছিল। হাইব্রিড মডেলেই আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে ভারতীয় দলকে খেলতে যেতে হবে না। শুধু এই বারের চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৭ সাল পর্যন্ত কোনও আইসিসি ট্রফি খেলতেই পাকিস্তানে যাবে না ভারত। পাকিস্তানে আয়োজিত যে কোনও টুর্নামেন্টে ভারতীয় দলের ম্যাচগুলি হবে নিরপক্ষে স্থানে। অপরদিকে, পাকিস্তানের জন্যও এই একই নিয়ম লাগু হবে। অর্থাৎ পাকিস্তানও কোনও আইসিসি টুর্নামেন্ট খেলতে ভারত আসবে না।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় অভিষেক, মুম্বইয়ের জার্সিতে আইপিএল জয়, আচমকাই অবসর ঘোষণা তারকা ক্রিকেটারের