Asia Cup 2023: ভারত-পাকিস্তানকে বিশেষ সুবিধা! বিবৃতিতে কী জানাল শ্রীলঙ্কা, বাংলাদেশ বোর্ড?
India vs Pakistan: রবিবার ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচের জন্য প্রাথমিকভাবে নিয়মে রিজার্ভ ডে না থাকলেও, পরবর্তীতে রিজার্ভ ডে যোগ করা হয়।
নয়াদিল্লি: এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ ঘিরে প্রবল উন্মাদনা সত্ত্বেও ম্যাচে খলনায়ক হিসাবে বৃষ্টির আগমন ঘটে। ভারতীয় দল ম্যাচে ব্যাটিং করতে পারলেও, পাকিস্তান একটি বল ব্যাট করতে পারেননি। বৃষ্টির জেরে বাতিল করতে হয় ম্যাচ। এবার সেই সমস্যা এড়ানোর জন্য ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচে বাড়তি একটি দিন রাখা হয়েছে। যদিও সেটা কেবল এই ম্যাচের জন্যই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) তরফে ঘোষণা করা হয়েছে।
এই ঘটনায় এবার নিজেদের মতামত প্রকাশ করল বাংলাদেশ (Bangladesh Cricket Board) ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (Sri Lanka Cricket)। তারা বিবৃতি দিয়ে জানিয়ে দেয় এই বিষয়ে সকলের মতামত নিয়েই তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বোর্ডের পক্ষে বলা হয়, নিয়মের বদল ঘটিয়ে এসসির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু তাতে সবারই মত ছিল। বাংলাদেশ বোর্ড লেখে, 'এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার মাধ্যমে নিয়মের বদল ঘটানো হয়েছে। এই সিদ্ধান্তে চারটি দল এবং এসিসি সকলেই সম্মিলিতভাবেই মত দিয়েছে।'
A reserve day for India Pakistan contest in Super 11 Asia Cup Super 4 stage has been added that effectively revised the Asia Cup playing condition. To clarify on the position, the decision was taken with the consent of all four participating teams and ACC.
— Bangladesh Cricket (@BCBtigers) September 8, 2023
শ্রীলঙ্কান বোর্ডের তরফে লেখা হয়, 'এশিয়া কাপের সুপার ফোরে যে চারটি দল অংশগ্রহণ করছে, তাদের সকলের সঙ্গেই আলাপ আলোচনা করে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সেই মতোই এসিসি খেলার পরিবেশ ও নিয়মে প্রয়োজনীয় রদবদল ঘটিয়েছে।'
The reserve day for the India-Pakistan contest of the Super 11 Asia Cup Super 4 stage was taken in consultation with all four member boards of the Super 4 competing teams.
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 8, 2023
Accordingly, the ACC effectively revised the playing conditions of the tournament to effect the agreed-upon…
তবে এই সিদ্ধান্তে যে খুশি নন, তা কিন্তু স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরাসিঙ্ঘা। তিনি বলেন, 'টেকনিক্য়াল কমিটিতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দেশেরই সদস্যরা রয়েছেন। অন্য কোনও কারণে হয়তো ওরা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এমনটা হওয়াটা ঠিক নয়, আমরাও তো আমাদের ম্যাচের জন্য রিজার্ভ ডের সুবিধা চাইতে পারি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরছেন স্যামসন?