IND vs PAK: চেন্নাই লিগের দলের সঙ্গে পাক দলের তুলনা করে শাহিনদের খোঁচা বিশ্বকাপজয়ী ভারতীয়র
Asia Cup 2025: ২১ সেপ্টেম্বর রবিবার একটু পরেই এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। গ্রুপের ম্য়াচে ভারত একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছিল

চেন্নাই: পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনায় মুখর হলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ওপেনার এশিয়া কাপে খেলা পাক ক্রিকেট দলকে চেন্নাই লিগের সপ্তম ডিভিশন ক্লাবের সঙ্গে তুলনা করছেন। ক্রিকেটের ইতিহাসে ভারত-পাক মহারণের যে ঐতিহ্য, যে টানটান উত্তজেনা তার কোনওটাই এখন নেই। এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক দ্বৈরথের আগে এক সাক্ষাৎকারে নিজের ইউটিউব চ্যানেলে এসে শ্রীকান্ত জানিয়েছিলেন, ''পাকিস্তান ক্রিকেট দলের প্রথমসারির দলগুলোর সঙ্গে খেলা একেবারেই উচিৎ নয়। ওদের অ্যাসোসিয়েট দেশগুলোর সঙ্গে খেলা উচিৎ। এটা পাকিস্তানের জন্য অনেক বড় একটা মুহূর্ত যে ওরা এমন দল নিয়েও এমন সম্মানজনক একটা টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে।''
তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার বলেন, ''পাকিস্তানকে ক্রমতালিকায় প্রথম সাত দলের মধ্যে থেকে সরিয়ে দেওয়া উচিৎ। ভারত-পাকিস্তান ম্য়াচের জনপ্রিয়তাও এখন কমেছে। দর্শকরা আর আগের মত উত্তেজনা অনুভব করেন না এই ম্য়াচ নিয়ে। এই দুই দলের ক্রিকেট মহারণ একটা সময় ইতিহাস তৈরি করেছিল। কিন্তু এখনের পাকিস্তান দল থেকে ভীতি অনুভূত হয় না। দেখে মনে হয় এটি চেন্নাই লিগের সপ্তম ডিভিশনের কোনও ক্লাব।''
পাকিস্তানের হেডকোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মাইক হেসন। যিনি আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বেও ছিলেন। সেই হেসনের সমালোচনা করে শ্রীকান্ত বলছেন, ''যতদিন মাইক হেসন দলের সঙ্গে থাকবেন, এই পাকিস্তান দলের উন্নতি হবে না কোনওমতেই। হেসন বলেছিলেন যে ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্য়াচে না কি অল্পের জন্য পাকিস্তান হেরে গিয়েছে। ওর এই ধরণের মন্তব্য করা উচিৎ হয়নি।''
কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পর দু দেশের আভ্যন্তরীণ সম্পর্কের বর্তমান পরিস্থিতির জন্য। প্রথমে তো এশিয়া কাপে খেলতেই চায়নি টিম ইন্ডিয়া। পরে খেললেও পাকিস্তান ম্য়াচে 'হ্যান্ডশেক' বিতর্ক আলোড়ন ফেলে দিয়েছিল। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে চাননি ম্য়াচের সময় ও ম্যাচের পর। পাকিস্তান যার প্রতিবাদে সাংবাদিক বৈঠক বাতিল করেছিল। এই ঘটনার প্রতিবাদে একটা সময় তো এশিয়া কাপ বয়কটের ডাকও দিয়েছিল পিসিবি। এইগুলো সমর্থকদের কাছেও বিরক্তির বিষয় হয়ে উঠেছে। তাই সেভাবে আর ম্য়াচ দেখতে আসার আগ্রহ কেউ দেখান না। টিকিটও সেভাবে বিক্রি হচ্ছে না। তার জন্যই দুটো টিকিট কিনলে একটি টিকিট ফ্রি, এমন অফার ঘোষণা করা হচ্ছে।




















