Asia Cup: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে ভারত, ফাইনালের আগে দলে চমক দিলেন সূর্যকুমার
India vs Sri Lanka: টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কা। শুক্রবার টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা জানিয়ে দিলেন, শুরুতে ফিল্ডিং করবেন তাঁরা। শুরুতে ব্যাটিং করবে ভারত।

দুবাই: নিয়মরক্ষার ম্যাচ দুই দলের কাছেই। কারণ, ভারত আগেই ফাইনালে পৌঁছে গিয়েছে। টুর্নামেন্টে অপরাজিত থেকে। আর শ্রীলঙ্কা আগেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। সেই পরিস্থিতিতে শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরের ম্যাচে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা (India vs Sri Lanka)।
সেই ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কা। শুক্রবার টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা জানিয়ে দিলেন, শুরুতে ফিল্ডিং করবেন তাঁরা। শুরুতে ব্যাটিং করবে ভারত।
নিয়মরক্ষার ম্যাচে পরীক্ষানিরীক্ষার রাস্তায় হাঁটল ভারত। প্রথম একাদশে দুটি পরিবর্তন করার কথা ঘোষণা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। সেই সঙ্গে একাদশের বাইরে রাখা হয়েছে শিবম দুবেকে। পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন দুই পেসার - হর্ষিত রানা ও অর্শদীপ সিংহ।
টসের পর সূর্যকুমার বলেন, 'আমরা যেটা করে আসছি সেটাই চালিয়ে যাব। আমরা চেয়েছিলাম শুরুতেই ব্যাটিং করে নিতে। এখানে আবহাওয়া চমৎকার। ভাল ম্যাচ হবে। আমরা এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি।' আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একাধিক ক্যাচ ফেলেছিলেন ভারতীয় ফিল্ডাররা। যদিও তা নিয়ে খুব একটা ভাবিত নন স্কাই। বলেছেন, 'এটা ম্যাচের অঙ্গ। আমরা দলে দুটি পরিবর্তন করেছি। বুমরা ও দুবে দলের বাইরে। অর্শদীপ ও হর্ষিত খেলছে।'
Asia Cup 2025. INDIA XI: A. Sharma, S. Gill (vc), S. Yadav (c), H. Pandya, T. Varma, S. Samson (wk), A. Patel, K. Yadav, V. Chakaravarthy, H. Rana, A. Singh. https://t.co/FSv1q3IqCa #INDvSL #AsiaCup2025 #Super4
— BCCI (@BCCI) September 26, 2025
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ ও বরুণ চক্রবর্তী।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, মাহিশ তিকশানা ও নুয়ান থুসারা।
Asia Cup 2025. SRI LANKA XI: P. Nissanka, K. Perera, K. Mendis (wk), C. Asalanka (c), K. Mendis, D. Shanaka, W. Hasaranga, J. Liyanage, M. Theekshana, N. Thushara, D. Chameera. https://t.co/FSv1q3IqCa #INDvSL #AsiaCup2025 #Super4
— BCCI (@BCCI) September 26, 2025




















