IND vs PAK: ফের পাকিস্তান ম্য়াচ, ফের জ্বলে উঠবেন কুলদীপ? ছোটবেলার কোচ বেঁধে দিলেন টার্গেট
Kuldeep Yadav: আজ আরও একবার সামনে পাকিস্তান। ফের ভারতের তুরুপের তাস হতে পারেন কুলদীপ। আর ভারতের চায়নাম্য়ানের ছোটবেলার কোচ তো পাক ম্যাচের জন্য তাঁর প্রিয় ছাত্রকে একেবারে টার্গেট বেঁধে দিলেন।

দুবাই: এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সবচেয়ে সফল বোলার ছিলেন কুলদীপ যাদব। একাই তিন উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের স্পিন আক্রমণ সেভাবে কার্যকরী না হলেও ভারতের স্পিন জুটি কুলদীপ ও বরুণ কিন্তু পাক ব্যাটারদের সমস্যার কারণ ছিলেন। আজ আরও একবার সামনে পাকিস্তান। ফের ভারতের তুরুপের তাস হতে পারেন কুলদীপ। আর ভারতের চায়নাম্য়ানের ছোটবেলার কোচ তো পাক ম্যাচের জন্য তাঁর প্রিয় ছাত্রকে একেবারে টার্গেট বেঁধে দিলেন।
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপ যাদবের ছোটবেলার কোচ কপিল পাণ্ড ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বলছেন, ''আমাদের দল ভীষণ শক্তিশালী। পাকিস্তানের বিরুদ্ধে এই টুর্নামেন্টেই এর আগে জয় ছিনিয়ে নিয়েছে তারা। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে ছেলেদের। কিন্তু পাকিস্তান কিন্তু চাপে থাকবে। যেহেতু আগের ম্য়াচ তারা হেরেছে। আগের ম্যাচে ৩ উইকেট নিয়েছিল। এই ম্য়াচে আমার মতে ওর ৫ উইকেট নেওয়া উচিৎ। যদি একান্তই পাঁচ উইকেট নিতে না পারে, তাহলেও ভাল পারফরম্যান্স অবশ্য়ই ওর থেকে আশা করতেই পারি আমরা। পাকিস্তানের মূল মূল উইকেট গুলো যেন তুলতে পারে, আর দেশের গর্ব বাড়াতে পারে।''
এশিয়া কাপে গ্রুপ পর্বে পাকিস্তান ম্য়াচের পর এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপের কোচ জানিয়েছিলেন, 'এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে আমার অ্যাকাডেমিতে এসে প্র্যাক্টিস করেছিল কুলদীপ। পাকিস্তান ম্যাচের একদিন আগেও ওর সঙ্গে কথা হয়েছিল। ওকে বলেছিলাম, তুমি ভাল বোলিং করছো। তবে ম্যাচ অনুযায়ী পরিকল্পনা তৈরি করো। নির্ভুল লাইন-লেংথে বল করো। বলেছিলাম, পাকিস্তানের বেশিরভাগ ব্যাটার বাঁহাতি, তাই গুগলি বেশি করো, টপস্পিন করো। লাইন-লেংথে নজর দিতে বলেছিলাম। আমিরশাহির মাঠ বড়। তাই বলেছিলাম, ফ্লাইট করিও, যাতে ব্যাটার শট খেলার জন্য প্রলুব্ধ হয়ে বাইরে বেরোয়। সেই মন্ত্র মেনে আমার অ্যাকাডেমিতেও প্র্যাক্টিস করেছে। ফলও পাচ্ছে হাতেনাতে।'
গ্রুপে নিজেদের শেষ ম্য়াচে জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম একাদশে ঢুকে পড়েছিলেন হর্ষিত রানা ও অর্শদীপ সিংহ। ওমানের বিরুদ্ধে ম্য়াচে অর্শদীপ ১ উইকেট নিলেও নজির গড়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে কুড়ির ফর্ম্যাটে ১০০ আন্তর্জাতিক উইকেট নেওয়ার। হর্ষিত ৩ ওভারে ২৫ রান খরচ করে ১ উইকেট নেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে অবশ্য দু জনের কেউই হয়ত প্রথম একাদশে থাকবেন না।




















