Asia Cup 2023: পাকিস্তানের প্রস্তাবে রাজি বিসিসিআই? হাইব্রিড মডেলে খেলা হবে এশিয়া কাপ?
Asia Cup: হাইব্রিড মডেলে ভারতীয় দলের এশিয়া কাপের ম্যাচগুলি বাংলাদেশ, আমিরশাহি, শ্রীলঙ্কা বা যুক্তরাষ্ট্রের মতো নিরপেক্ষ স্থানে খেলার কথা।
মুম্বই: এবারের এশিয়া কাপ (Asia Cup 2023) কোথায় আয়োজিত হবে সেই নিয়ে জল্পনা অব্যাহত। পাকিস্তান মিডিয়ার একাংশের তরফে দাবি করা হয় বিসিসিআই নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। কিন্তু বিসিসিআই (BCCI) সূত্রে এই দাবিকে করা সম্পূর্ণরূপে নস্যাৎ করে দেওয়া হয়েছে।
এ বছরের এশিয়া কাপ প্রথমে পাকিস্তানে আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু ভারতীয় বোর্ডের তরফে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে আপত্তি জানানো হয়। নিরপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় ভারতীয় বোর্ডের তরফে। এরপরেই হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের তত্ত্বটি সামনে আসে। সেই মডেলে ভারতীয় দল তাঁদের ম্যাচগুলি বাংলাদেশ, আমিরশাহি, শ্রীলঙ্কা বা যুক্তরাষ্ট্রের মতো নিরপেক্ষ স্থানে খেলার কথা। এই বিষয়ে ভারতীয় বোর্ডের সম্মতি নেই বোর্ডসূত্রে এএনআইকে জানানো হয়েছে।
খবর অনুযায়ী, বিসিসিআইয়ের তরফে রবিবার শ্রীলঙ্কান বোর্ড ও বাংলাদেশ বোর্ডের প্রধানদের আহ্বান জানানো হয়েছে। আইপিএল ফাইনালের পর এশিয়া কাপ আয়োজনের বিষয়ে বোর্ড প্রধানদের সঙ্গে বিসিসিআই আলোচনায় বসবে। তারপরেই এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে, সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর পাশাপাশি আইপিএল ফাইনালের পরেই আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপ কোন, কোন মাঠে আয়োজিত হবে সেই সিদ্ধান্তও নেওয়া হবে।
আরও পড়ুন: রোজ একই সময়ে মাথায় ব্যথা হয় ? কোন গুরুতর রোগের ইঙ্গিত ?