Bengal Pro T20: চোটের জন্য ছিটকে গেলেন অভিমন্যু, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে মেদিনীপুর দলে ঋদ্ধিমান
Wriddhiman Saha: আইপিএলে খেলার সৌজন্যে টি-টোয়েন্টি ফর্ম্য়াটেই এই মুহূর্তে খেলছেন বেশিরভাগ ম্য়াচ ঋদ্ধি। গুজরাত টাইটান্সের জার্সিতে গত আইপিএলেও উইকেটের পেছনে দেখা গিয়েছে তাঁকে।
কলকাতা: আবার বাংলার হয়ে ক্রিকেট খেলতে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha)। না, বাংলা দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে হয়ত এখনই প্রত্যাবর্তন হচ্ছে না বছর উনচল্লিশের এই তারকা উইকেট কিপার ব্যাটারের, কিন্তু বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে (Bengal Pro T20 League) দল পেলেন ঋদ্ধিমান সাহা। অভিমন্যু ঈশ্বরণের চোট। আর তার বদলি হিসেবেই মেদিনীপুর উইজার্ডস দলে ঢুকে পড়লেন ভারতীয় টেস্ট দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। মান অভিমানের দোলাচলে বাংলা ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। খেলছিলেন ত্রিপুরার হয়ে। কিন্তু কিছুদিন আগেই সৌরভ গঙ্গােপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় পাপালির। শোনা যাচ্ছে যে, তারপরই বরফ গলেছে বলে খবর। সব কিছু ঠিকঠাক চললে আগামী মরশুমে বাংলার জার্সিতেই ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে। তবে তার আগে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগেই পাপালিকে মাঠে দেখতে পারবেন তাঁর প্রিয় ভক্তরা।
View this post on Instagram
মেদিনীপুরের দলটির অধিনায়কত্ব করতে দেখা যাবে এই মরশুমে সুদীপ চট্টোপাধ্যায়কে। এই সুদীপও বাংলার হয়ে গত কয়েক মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলেননি। অন্য়দিকে তরুণ ফাস্ট বোলার ঈশান পোড়েলকে এই দলের সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে। লক্ষ্মীরতন শুক্লর মেন্টরশিপে খেলতে নামবে মেদিনীপুর দলটি। ১১ জুন থেকে শুরু হতে চলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ খেলা শেষ হবে ২৯ জুন। ছেলে ও মেয়ে দু পক্ষের দলই খেলবে। মোট ১৮দিন ধরে খেলা হবে। ছেলেরা ইডেন গার্ডেন্সেই খেলবে। আর মেয়েদের খেলাগুলো হবে যাদবপুর ক্যাম্পাসে।
এদিকে, ঋদ্ধিমানের বাংলায় প্রত্যাবর্তনের বিষয় নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছেন, ''ঋদ্ধিমানের বাংলায় ফিরে আসার বিষয়টা সত্যিই আমাদের জন্য খুবই আনন্দের। আমি ভীষণ খুশি। এছাড়াও বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে ওঁ খেলবে। এটা সত্যিই টুর্নামেন্টের গ্ল্যামার আরও বাড়াবে নিঃসন্দেহে। মার্কি প্লেয়ার হিসেবে মেদিনীপুর দলে যোগ দেবেন ঋদ্ধি।
এই মুহূর্তে আইপিএলের সঙ্গে উইমেন্স প্রিমিয়ার লিগও চালু হয়েছে। এবার বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও খেলােয়াড় তুলে আনার লক্ষ্যেই এই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু করতে চলেছে। টুর্নামেন্ট কতটা সফল হয় তা দেখার।