Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফিতেই ঘটবে সম্ভাব্য অভিষেক, বুমরাকে সামলাতে বিশেষ প্রস্তুতি সারছেন ম্যাকসোয়েনি
Nathan McSweeney: ২৫ বছর বয়সি অজ়ি lতারকা টিম ইন্ডিয়ার বোলারদের পুরনো ক্লিপিংস দেখে যতটা সম্ভব নিজেকে টেস্ট অভিষেকের জন্য প্রস্তুত করছেন।
নয়াদিল্লি: দুই যুযুধান প্রতিপক্ষ, দুই শক্তিশালী দল। ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ় ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এমন এক সিরিজ়ে খেলা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। এই সিরিজ়েই যদি কারুর টেস্ট অভিষেক ঘটে, তাহলে তো কথাই নেই। ঠিক এমনটাই হতে চলেছে তরুণ ন্যাথান ম্যাকসোয়েনির (Nathan McSweeney) সঙ্গে। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টেস্টেই ম্যাকসোয়েনির অভিষেক ঘটানো কার্যত নিশ্চিত। উসমান খাওয়াজার সঙ্গে সম্ভবত তাঁকেই অজ়ি দলের হয়ে ওপেন করতে দেখা যাবে।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স এবং অস্ট্রেলিয়া 'এ'-র হয়ে সাফল্য তাঁকে প্রথম টেস্টের জন্য জাতীয় দলে জায়গা করে দিয়েছে। সম্প্রতি ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে ওপেনিংয়ে বেশ ভালই দেখিয়েছে তাঁকে। তবে প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) পারথে কিন্তু তাঁর জন্য অপেক্ষা করে রয়েছেন মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সামলাতে ২৫ বছর বয়সি অজ়ি যতটা সম্ভব প্রস্তুতি সেরে নিচ্ছেন। ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার বোলারদের পুরনো ক্লিপিংস দেখে নিজেকে গুছিয়ে নিচ্ছেন ম্যাকসোয়েনি।
তিনি বলেন, 'পারথে পৌঁছলে আমি আরও বেশি ভালভাবে সব প্রস্তুতি সারব। তবে নিজেকে আম্ আটকে রাখতে পারছি না। আমি ওদের বোলিংয়ের ধরন কেমন, সেটা বোঝার জন্য পুরনো কিছু ক্লিপিংস দেখেছি। কী ভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাব, সেটা নিয়ে ইতিমধ্যেই মনে মনে ভাবছি। নতুন বোলারের বিরুদ্ধে ব্যাটে নামলে তাঁর বোলিং অ্যাকশন বুঝতে তো খানিকটা সময় লাগেই।'
তিনি আরও যোগ করেন, 'আমার হাতে এখনও এক সপ্তাহ সময় রয়েছে যাতে পারথে পৌঁছনোর আগে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারি। ম্যাচে ভালভাবে শুরুর করা জন্য এখন থেকেই প্রস্তুতিটা শুরু করতে হবে। তবে এই বিষয়ে (বুমরার বোলিং অ্যাকশনের অনুকরণ করে তা বোঝা) তেমন কিছু করাও নেই। নিঃসন্দেহে ওঁর বোলিং অ্যাকশনটা ভিন্ন এবং ওঁ বিশ্বের অন্যতম সেরা বোলার। তাই ওঁকে অনুকরণ করাটা নিঃসন্দেহেই যে কঠিন হবে, তা বলাই বাহুল্য। আমি এই গোটা চ্যালেঞ্জটার জন্য অপেক্ষা করে রয়েছি। আর যেন তর সইছে না।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কালো কাপড়ে ঢাকা অনুশীলন চত্ত্বরের আশপাশ, পারথে ভারতীয় নেটে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা!