Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে বুমরা, ফিরলেন শামিও, রোহিতের ডেপুটি গিল
Indian Cricket Team: রোহিত শর্মা ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিক বৈঠক করবেন। সেই মতই এদিন দুপুরে দুজনে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতেই সাংবাদিক বৈঠকে আসেন।

মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করল বিসিসিআই (BCCI)। প্রত্যাশিতভাবেই ১৫ সদস্যের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দলে রয়েছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারও। ১ বছরের বেশি সময় পর ফের আইসিসি ইভেন্টের দলে ঢুকে পড়লেন মহম্মদ শামি (Mohammed Shami)। রোহিতের ডেপুটি নির্বাচিত হয়েছেন এই টুর্নামেন্টে শুভমন গিল।
আগেই ঠিক ছিল যে রোহিত শর্মা ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিক বৈঠক করবেন। সেই মতই এদিন দুপুরে দুজনে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতেই সাংবাদিক বৈঠকে আসেন। অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত শর্মার ওয়ান ডে ফর্ম্য়াটেও দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী আদৌ তিনি অধিনায়ক থাকবেন কি না, তা নিয়েও আলোচনা হয়েছিল। হিটম্যানের সঙ্গে বৈঠকেও বসেন গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর। সেখানেই নাকি রোহিত বলে দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাঁকে সময় দিতে। এরপরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া। একইসঙ্গে বিরাট কোহলিও রয়েছেন। শ্রেয়স আইয়ার ধারাবাহিকভাবে ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফরম্য়ান্স করার পুরস্কার পেলেন। তিনি সুযোগ পেয়েছেন দলে। হার্দিক পাণ্ড্য ফিরেছেন। অক্ষর পটেল ও কুলদীপ যাদবকেও রাখা হয়েছে স্কোয়াড। এদিন যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াডই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্য়াচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচ। ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ খেলবে ভারত। ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেবার ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ২০২১ সালে করোনাকালে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়নি। এবার পাকিস্তানে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে নয়। দুবাইয়ে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ম্য়াচগুলো।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমন গিল (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি অর্শদীপ সিংহ, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা।




















