Jasprit Bumrah: চিন্তা বাড়ছে টিম ম্যানেজমেন্টের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন বুমরা?
Champions Trophy 2025: চোট কি খুব গুরুতর? এখনও অফিশিয়াল কোনওকিছু জানা যায়নি। তবে চিন্তার কারণ অন্য। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
মুম্বই: বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র ব্যক্তি, যিনি বারবার চাপ তৈরি করেছেন প্রতিপক্ষ শিবিরে। গোটা সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি। ভেঙেছেন রেকর্ড, গড়েছেন রেকর্ড। পারথে অধিনায়ক হিসেবে দলকে জিতিয়েছিলেন। শেষ টেস্টেও নেতৃত্বভার ছিল তাঁর কাঁধেই। কিন্তু খেলার দ্বিতীয় দিনে পিঠের ব্যথায় কাবু হয়ে মাঠ ছাড়েন জসপ্রীত বুমরা। আর মাঠে নেমে বোলিং করতে পারেননি। চোট কি খুব গুরুতর? এখনও অফিশিয়াল কোনওকিছু জানা যায়নি। তবে চিন্তার কারণ অন্য। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্য়াচ বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে সুস্থ হয়ে উঠবেন তো বুমরা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
বর্ডার গাওস্কর ট্রফিতে গোটা সিরিজে মোট ৩২ উইকেট নিয়েছেন। ভারতীয় বােলারদের মধ্যে কোনও এক অ্যাওয়ে টেস্ট সিরিজে এটাই কোনও বোলারের সর্বাধিক উইকেট। সিরিজ হারের পর হতাশ গলায় বুমরা জানিয়েছিলেন, ''অবশ্যই এই সিরিজ হার আমাদের কাছে হতাশাজনক। কিন্তু কিছু কিছু সময় খেলাকে ও প্রতিপক্ষের কৃতিত্বকে সম্মান দিতেই হয়। শরীরের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। আমি নিজের জন্যও হতাশ। হয়ত সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমি মাঠে দলের হয়ে যোগদান করতে পারিনি। উইকেট তুলতে পারিনি। প্রথম ইনিংসে দ্বিতীয় স্পেলের পরই একটু অস্বস্তি অনুভব করছিলাম।''
বিসিসিআই সূত্র বলছে বুমরার চোট অতটা গুরুতর নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারতের ম্য়াচগুলো হাইব্রিড মডেলেই খেলা হবে। সেক্ষেত্রে ভারত যদি নক আউট পর্বে জায়গা করে নেয়, তবে দুবাইকে একটি ম্য়াচ খেলবে ভারতীয় দল। যদি ভারত ফাইনালেও জায়গা করে নেয় সেক্ষেত্রেও দুবাইয়ে ফাইনাল ম্য়াচ আয়োজন হবে।
বর্ডার-গাওস্কর ট্র্রফি শেষ হওয়ার পর ইংল্যান্ড সিরিজ়। তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এক বিসিসিআই আধিকারিক পিটিআইকে জানান, 'এখানে এখনও আরেকটি টেস্ট ম্যাচ রয়েছে এবং তারপর চ্যাম্পিয়ন ট্রফি আছে। যদি দলের এই পারফরম্যান্সে উন্নতি না হয়, তা হলে কিন্তু গৌতম গম্ভীরের জায়গাও পাকা নয়।'
গৌতম গম্ভীর নাকি ভারতীয় দলের কোচ হিসাবে একেবারেই প্রথম পছন্দ ছিলেন না, বরং তাঁকে দিয়ে কোনওরকমে ঠেকা দেওয়ার কাজ চালানো হচ্ছে, বিস্ফোরক মন্তব্য শোনা গেল ওই সূত্রের মুখে। 'ওঁ তো কোনওসময় বিসিসিআইয়ের প্রথম পছন্দ ছিলেনই না (ভিভিএস লক্ষ্মণ প্রথম পছন্দ)। পরিচিত বিদেশি কোচেরা আবার তিন ফর্ম্যাটের দায়িত্ব নিতে চাননি। তাই ওকে কোচ করে ঠেকা দেওয়া হয়েছে। এছাড়াও অবশ্যই আরও কয়েকটা কারণ ছিল বটে।' বলেন তিনি।