Rishabh Pant on Twitter: হাতে ক্রাচ নিয়ে সুইমিং পুলে পন্থ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Rishabh Pant Update: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দেখা গিয়েছে ঋষভ পন্থকে। কিন্তু এবার তিনি আইপিএলে খেলবেন না।
নয়াদিল্লি: গত বছর ডিসেম্বরের ৩০ তারিখ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল তরুণ উইকেট কিপার ব্য়াটার ঋষভ পন্থকে। এরপর থেকে ২২ গজের বাইরে তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পন্থ। নিজের সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে পন্থ ক্রাচ হাতে নিয়ে পুলে নেমেছেন। সেখানে জল ভেঙে ভেঙে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করছেন।
View this post on Instagram
আসন্ন আইপিএলে খেলবেন না তিনি। তাঁর মাঠে ফিরে আসতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। তবে ফিটনেস নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আপডেট দিতে থাকেন। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন এবার।
ওয়াংখেড়েতে নেই রোহিত
পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস করতে যাবেন হার্দিক পাণ্ড্য।
লাফ বিরাটের
প্রায় সাড়ে তিন বছরের খরা মিটিয়ে টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রান করেছিলেন কোহলি। তার পুরস্কারও পেলেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় লম্বা লাফ দিলেন বিরাট।
বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। গোটা সিরিজে কোহলি, আর অশ্বিন এবং অক্ষর পটেলরা দুরন্ত ছন্দে ছিলেন। যে কারণে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি করেছেন তাঁরা।
সবচেয়ে বড় লাফটা মেরেছেন বিরাট কোহলি। তিনি এক লাফে র্যাঙ্কিংয়ের আট ধাপ উপরে উঠে এসে ১৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। একটা সময়ে সব ফর্ম্যাটে বহু দিন বিশ্বের এক নম্বর ছিলেন কোহলিই। কিন্তু ধারাবাহিক ব্যর্থতার জেরে গত বছরের জুলাই মাসে টেস্টে প্রথম ১০ থেকে থেকে ছিটকে যান। এখনও তিনি প্রথম দশে মাথা গলাতে পারেননি।