ENG vs IND 3rd Test: লর্ডসে বুমরার প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত, কুলদীপ, ঈশ্বরণরা কি সুযোগ পাবেন? কেমন হবে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: গত ম্যাচে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দল জিতলেও অবশ্য লর্ডসে ফাস্ট বোলিং সহায়ক পরিবেশে বুমরার প্রত্যাবর্তন না ঘটলেই তা অস্বাভাবিক হবে।

লন্ডন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট (ENG vs IND 3rd Test) শুরু হয়ে যাবে। প্রথম টেস্টে পরাজয়ের পর গত ম্য়াচে ভারতীয় দলে (Indian Cricket Team) তিন তিনটি বদল ঘটানো হয়েছিল। এজবাস্টনে জয়ের পরেও কি দলের একাদশে বদল ঘটানো হবে? লর্ডসে কেমন হবে ভারতীয় দলের একাদশ?
ভারতীয় দলের ওপেনার এবং চার ও পাঁচ নম্বর মোটামুটি নিশ্চিত। সেখানে যথাক্রমে যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অধিনায়ক শুভমন গিল ও সহ-অধিনায়ক ঋষভ পন্থ খেলবেন। প্রশ্ন তিন ও ছয় নম্বর নিয়ে। প্রথম টেস্টে তিনে ব্যাট করেছিলেন সাই সুদর্শন। তবে গত ম্য়াচে তিনি বাদ পড়ায় করুণ নায়ারকে সেই স্থানে সুযোগ দেওয়া হয়েছিল। এজবাস্টনে দুই ইনিংসেই শুরুটা ভাল করেও করুণ বড় রান করতে ব্যর্থ হন। তাঁর বদলে কি সুদর্শন দলে ফিরবেন, না অবশেষে তিনে অভিমন্যু ঈশ্বরণকে সুযোগ দেওয়া হবে?
উত্তর সম্ভবত না। লর্ডসে করুণ নায়ারকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে বলেই খবর। স্পিনিং অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাডেজার স্থানও পাকাই বলে ধরা যায়। গত ম্যাচে দুই ইনিংসেই অর্ধশতরান হাঁকিয়েছিলেন জাডেজা। ফাস্ট বোলিং বিভাগে গত ম্যাচে এক ইনিংসে মহম্মদ সিরাজ ও একটিতে আকাশ দীপ পাঁচটি করে উইকেট নেন। তাঁদের স্থানও মোটামুটি পাকা বলে ধরে নেওয়াই যায়। তবে প্রশ্ন এরপর।
প্রসিদ্ধ কৃষ্ণ দুই টেস্ট খেললেও তাঁর পারফরম্যান্স বেশ সাধারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গত ম্যাচে বিশ্রাম নেওয়ার পর এই ম্য়াচে বোলিং সহায়ক পিচে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) প্রত্যাবর্তনের সম্ভাবনা উজ্জ্বল। বুমরা ফিরলে সেক্ষেত্রে কিন্তু প্রসিদ্ধকেই বসতে হতে পারে বলে মনে করা হচ্ছে। অপরদিকে, লর্ডসে ইংল্যান্ড ম্যানেজমেন্ট ফাস্ট বোলিং সহায়ক পিচের অনুরোধ করেছে বলে শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাড়তি স্পিন অলরাউন্ডার না ফাস্ট বোলিং অলরাউন্ডার কাকে খেলানো হতে পারে, সেই নিয়ে একটা প্রশ্ন রয়েছে।
আট নম্বর স্থানের ক্ষেত্রে লড়াইটা শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে হতে পারে। আবার নীতীশ কুমারা রেড্ডির বদলেও বোলিং বিভাগে জোর দিয়ে শার্দুলকে খোলানোর একটা সুযোগও রয়েছে। তবে কোনওদলই উইনিং কম্বিনেশন তেমনভাবে ভাঙতে চায় না। তাই লর্ডসে প্রসিদ্ধের বদলে বুমরা ব্যতীত বাকি কোনও বদল হওয়ার সম্ভাবনাটা কমই বটে।




















