Virat Kohli Retirmenet: ৫০ বছর বয়স পর্যন্ত বিরাট-রোহিতের খেলা উচিৎ ছিল: যোগরাজ সিংহ
Yograj On Virat And Rohit: রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কিছুদিনের মধ্য়েই বিরাট কোহলিও এই ফর্ম্য়াটকে বিদায় জানান।

মুম্বই: টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে এবার মুখ খুললেন যোগরাজ সিংহ। বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহের বাবা সম্প্রতি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে যোগরাজ সিংহ বলেন, ''কোহলির অবসর সত্য়িই বড় একটা খারাপ খবর ভারতীয় ক্রিকেট দলের জন্য। আমার মনে হয় এটা আগামীতে প্রভাব ফেলবে দলে। আমার মনে পড়ছে ২০১১ বিশ্বকাপের পর দলে একটা ট্রাঞ্জিশন পিরিয়ড চলছিল। সেই সময় অনেকেই দল থেকে বাদ পড়েছিল। অনেকেই অবসর নিয়েছিল। সেই সময়ও কিন্তু চাপে পড়েছিল ভারতীয় দল।''
যোগরাজ মনে করেন বিরাট ও রোহিতের মধ্যে আরও অনেক ক্রিকেট বাকি ছিল। তিনি বলছেন, ''আমার মনে হয় বিরাট ও রােহিতের মধ্যে আরও অমেক ক্রিকেট বাকি ছিল। আমি যুবিকেও বলেছিলাম যে এটা একেবারেই সঠিক সময় ছিল না অবসর নেওয়ার। বিরাটের হয়ত মনে হয়েছিল যে ওর ক্রিকেট থেকে আর কিছু পাওয়ার নেই।''
রোহিতের ফিটনেস নিয়ে অবশ্য যোগরাজ যে সন্তুষ্ট ছিলেন না, তা তাঁর কথাতেই পরিষ্কার হয়ে গিয়েছে। যোগরাজ বলছেন, ''আমার মনে হয় রোহিতের এমন একজন ব্যক্তির সান্নিধ্য দরকার যে তাঁকে প্রতিদিন সকাল ৫টায় ঘুম থেকে উঠিয়ে দৌড় করাবেন। রোহিত ও বীরেন্দ্র সহবাগ যে মানের প্লেয়ার, তাতে তাঁরা অনেক আগেই অবসর নিয়ে নিয়েছে।''
সবসময় বিতর্কের কেন্দ্রে থাকা যোগরাজ আরো বলেন, ''তারকা প্লেয়ারদের আমার মতে ৫০ বছর পর্যন্ত খেলা উচিৎ। আমি ওদের অবসরে দুঃখিত। কারণ তরুণ প্লেয়ারদের মনোবল বাড়ানোর জন্য দলে আর কেউ থাকল না।''
এদিকে, বিরাট ও রোহিতের অবসরের পর তারকা পেসার মহম্মদ শামির অবসর নিয়েও কানাঘুষো শোনা যাচ্ছে। তাঁকে নাকি খারাপ ফর্মের জন্য ইংল্যান্ড সফর থেকে বাদ দেওয়া হতে পারে বলেও খবর। নিজের সোশ্যাল মিডিয়ায় অবশ্য অবসরের এই রিপোর্টকে মিথ্যে বলে দাবি করে কড়া ভাষায় শামি লেখেন, 'আরে মহারাজ দারুণ কাজ করেছ। এবার নিজের চাকরির কতদিন বাকি রয়েছে, সেটাও গুণে নাও, তারপর না হয় বাকিটা দেখবে। আপনাদের মতো লোকেরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে। কখনও তো ভাল কিছু বল। ক্ষমা করবেন, তবে এটা আজকের সবথেকে খারাপ খবর।'
আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের 'প্রাণ' ছিলেন, বিরাট সরতেই কি এবার এই ফর্ম্য়াটে মোহ হারাবেন দর্শকরা?




















