Srikkanth on Harshit Rana: 'দারুণ বোলিং করেছে', অজ়িভূমে হর্ষিতের দুরন্ত পারফরম্যান্সের পরেই নিজের কথা গিললেন শ্রীকান্ত
Krishnamachari Srikkanth: অতীতে শ্রীকান্ত দাবি করেছিলেন কোচ গৌতম গম্ভীরের ব্যক্তিগত সুসম্পর্কের জেরেই তরুণ ফাস্ট বোলার দলে সুযোগ পেয়েছেন।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সিরিজ় শুরুর হর্ষিত রানাকে (Harshit Rana) দলে নেওয়ায় প্রবল সমালোচনা হয়েছিল। সমালোচকদের মধ্যে অন্যতম ছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth)। প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার তথা প্রধান নির্বাচক দাবি করেছিলেন হর্ষিত এবং গৌতম গম্ভীরের ব্যক্তিগত সুসম্পর্কের জেরেই তরুণ ফাস্ট বোলার দলে সুযোগ পেয়েছেন। তবে সমালোচকদের নিজের পারফরম্যান্সের মাধ্যমেই জবাব দিয়েছেন হর্ষিত। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শেষের দিকে নেমে অপরাজিত ২৪ রানের ইনিংসে ভারতকে ২৫০ রানের গণ্ডিও পার করতে সাহায্য করেছিলেন হর্ষিত। তৃতীয় ওয়ান ডেতে তিনি বল হাতে নেন চার উইকেট।
অতীতে শ্রীকান্তকে বলতে শোনা গিয়েছিল, 'একমাত্র হর্ষিত রানাই দলে সবসময়, সবক্ষেত্রে নিশ্চিতভাবে থাকছে। কেউ জানে না কীসের ভিত্তিতে ও দলে রয়েছে। কেউ কেউ ভাল পারফর্ম করা সত্ত্বেও তাঁদের দলে নেওয়া হচ্ছে না, আর কেউ ভাল পারফর্ম না করা সত্ত্বেও দলে সুযোগ পেয়ে যাচ্ছে। হর্ষিত রানা হওয়াটাই তাই সবথেকে ভাল, যে সবসময় গম্ভীরের হ্যাঁ তে হ্যাঁ মেলাবে এবং দলে সুযোগও পেয়ে যাবে।'
হর্ষিতের দুরন্ত পারফরম্যান্সের পরেই নিজের সুর বদলালেন শ্রীকান্ত। নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে তাঁকে বলতে শোনা যায়, 'হর্ষিত রানা দারুণ বোলিং করেছে। ওয়ান ডেতে চার উইকেটে নেওয়াটা বিরাট কৃতিত্বের। (মিচেল) ওয়েনের উইকেটটা তো আমার সবথেকে প্রিয়। ওই বলটা দারুণ ছিল এবং রোহিত ভাল ক্যাচও ধরেছে। দারুণ লাইন, লেংথে বল করেছে ও। গত ম্যাচে ডেথ বোলিংয়ে খুব একটা ভাল করেনি, তবে এই ম্য়াচে ডেথ বোলিংটাও খুব ভাল করেছে। না খুব শর্ট লেংথে বল করেছে, না মাত্রাতিরিক্ত স্লোয়ার বল করার চেষ্টা করেছে।'
হর্ষিতকে বাহবা দিয়ে শ্রীকান্ত আরও জানান, 'আজ হর্ষিতের সমস্ত বাহবাই প্রাপ্য। তোমার জন্য আমি খুব খুশি। হ্যাঁ, নিঃসন্দেহেই আমি তোমার প্রচুর সমালোচনা করেছি, তবে তুমি খুব ভাল খেলেছ। গত ম্যাচে ব্যাট হাতে কিছু রান করেছিল এবং তারপর প্রথম স্পেলটাও ভাল ছিল, সেটা থেকেই আত্মবিশ্বাস পেয়েছে ও। এভাবেই পারফর্ম করতে থাকলে ওর আত্মবিশ্বাসও বাড়তে থাকবে। আজ ওকে দেখে দারুণ আত্মবিশ্বাসী এক বোলার বলে মনে হয়েছে।'
ওয়ান ডে সিরিজ় শেষ হয়ে গিয়েছে। বুধবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে খেলতে নামছে ভারতীয় দল। সেই সিরিজ়েও হর্ষিত দলে রয়েছেন। ওয়ান ডের ভাল ফর্মে তিনি টি-টোয়েন্টি সিরিজ়ে অব্যাহত রাখেন পারেন কি না, সেটা দেখার বিষয় হতে চলেছে।



















