IND vs AUS 1st Test: প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা, তবুও আইসিসির শাস্তির কবলে জাডেজা
Ravindra Jadeja: প্রত্যাবর্তন ম্যাচে দুই ইনিংসে মোট সাত উইকেট নেওয়ার পাশাপাশি ৭০ রানও করেন রবীন্দ্র জাডেজা।
নাগপুর: ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের (IND vs AUS 1st Test) মাধ্যমেই পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ম্যাচে অনবদ্য পারফর্ম করে জাডেজা ম্যাচ সেরাও হন। তবে প্রত্যাবর্তন ম্যাচেই বিতর্ক। ম্যাচের প্রথম দিনেই জাডেজাকে খেলা চলাকালীন আঙুলে এক ধরনের ক্রিম লাগাতে দেখা যায়। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এই ঘটনার জেরে কড়া শাস্তিও পেলেন ভারতের তারকা অলরাউন্ডার।
শাস্তি পেলেন জাডেজা
আম্পায়ারকে না জানিয়ে ম্যাচের মাঝে বোলিং আঙুলে ক্রিম লাগানোর জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জাডেজাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এখানেই শেষ নয়, কাটা যায় তাঁর ম্যাচ বাবদ প্রাপ্ত বেতনের ২৫ শতাংশও। তবে অজি মিডিয়ার দাবিকে নস্যাৎ করে দেয় আইসিসি। অজি মিডিয়ার একাংশ দাবি করেছিল যে বল বিকৃত করার লক্ষ্যেই জাডেজা তাঁর আঙুলে ওই ক্রিম ব্যবহার করেছিলেন। আইসিসি নিশ্চিত যে এমন কোনও ঘটনা ঘটেনি। প্রথম টেস্টে উপস্থিত আইসিসির প্রতিনিধিরা বলের পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন যে জাডেজা কোনওভাবেই বল বিকৃত করেননি।
🚨 JUST IN: India star handed penalty for ICC Code of Conduct charge during first Test against Australia!#WTC23 | #INDvAUS | Details 👇
— ICC (@ICC) February 11, 2023
বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনের এক ভিডিও অজি মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে জাডেজাকে সিরাজের কাছ থেকে এক ক্রিম নিয়ে আঙুলে লাগাতে দেখা যায়। অজি মিডিয়ার তরফে দাবি করা হয় জাডেজা বল বিকৃত করার চেষ্টা করছিলেন। ম্যাচ রেফারি প্রথম দিনের পরে ভারতীয় টিম ম্যানেজারকে ডেকেও পাঠান। পুরো বিষয়টি জানতে চান ম্যাচ রেফারি। ভারতীয় দলের তরফে জানানো হয় জাডেজা হাতের ব্যথা নিরাময়ের জন্যই ওই ক্রিম লাগান। সেই সময় কিছু শাস্তি না পেলেও, এবার আইসিসির তরফে শাস্তির মুখে পড়লেন ভারতের তারকা অলরাউন্ডার।
ম্যাচের বিবরণ
বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল রোহিত (Rohit Sharma) বাহিনী। ২২৩ রানের লিড নিয়েছিল ভারত প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্য়াট করতে নেমে মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায় কামিন্স বাহিনী। ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
আরও পড়ুন: কাল পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত স্মৃতি