IND vs BAN 1st Test: টেস্ট প্রত্যাবর্তনেই ম্যাচ সেরা হয়ে নিজের সাফল্য রহস্য খোলসা করলেন কুলদীপ
Kuldeep Yadav: দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কুলদীপ যাদব প্রথম টেস্টে মোট আটটি উইকেট নেওয়ার পাশাপাশি ৪০ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংসও খেলেন।
চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে ১৮৮ রানের বিরাট ব্যবধানে প্রথম টেস্ট (IND vs BAN 1st Test) জিতে নিয়েছে ভারতীয় দল। গোটা টেস্টে ব্যাট, বল হাতে অনবদ্য পারফর্ম করছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। বল হাতে প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন কুলদীপ। পাশাপাশি ব্যাট হাতে প্রথম ইনিংসে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪০ রান করেন কুলদীপ। নিজের প্রত্যাবর্তন টেস্টে চোখধাঁধানো পারফরম্যান্সের জন্য ভারতের চায়নাম্যান বোলারকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় ইনিংসে জাকির হাসান ১০০ ও শাকিব আল হাসান ৮৪ রানের লড়াকু ইনিংস খেললেও বাংলাদেশ হার এড়াতে পারেনি।
কুলদীপের সাফল্য রহস্য
ম্যাচ সেরা হয়ে কুলদীপ জানান, 'ব্যাট এবং বল হাতে আমার পারফরম্যান্স নিয়ে আমি খুবই খুশি। প্রথম ইনিংসে উইকেটে বল ভালভাবে ব্যাটে আসছিল। তবে দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা মন্থর হওয়ায় আমি তুলনামূলক দ্রুত গতিতে বল করছিলাম। আমার বলের গতিতে বৈচিত্র থাকায় ব্যাটাররা বাধ্য হয়েই অনেক সময়েই ক্রিজ ছেড়ে এগিয়ে আসছিলেন। গতিতে বৈচিত্র থাকলে ব্যাটারদের খেলতে কিছুটা তো অসুবিধা হয়ই।'
.@imkuldeep18 shone bright 🔆 & bagged the Player of the Match award as #TeamIndia win the first #BANvIND Test 🙌 🙌
— BCCI (@BCCI) December 18, 2022
Scorecard ▶️ https://t.co/GUHODPfRj9 pic.twitter.com/A4jhcMO8nu
সন্তুষ্ট রাহুল
রোহিত শর্মার অনুপস্থিতিতে এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেন কেএল রাহুল (KL Rahul)। টেস্টে হাড্ডাহাড্ডি লড়ইয়ের পর জয় পেয়ে তিনিও সন্তুষ্ট। শুভমন গিল ও চেতেশ্বর পূজারাকে তিনি প্রশংসায় ভরিয়ে দেন। রাহুল বলেন, 'আমরা বেশ কিছুদিন ধরে এই দেশে রয়েছি। ওয়ান ডে সিরিজের ফলাফল আমাদের পক্ষে যায়নি ঠিকই। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই টেস্ট ম্যাচ জেতায় আমি খুবই খুশি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটা একটু সহজ হয়ে গিয়েছিল বটে এবং তাতে আমাদের চাপও বাড়ে। তবে আমরা প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতিতে ভাল ব্যাট করি। দলের লোয়ার অর্ডারের রান করাটা খুবই প্রয়োজনীয়। শুভমন ও পূজি সুযোগটা কাজে লাগিয়ে শতরান করে। সিমাররা প্রথম ইনিংসে উইকেট নেয়। আমাদের বোলিং আক্রমণটা বরাবরই ভাল। সবমিলিয়ে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।'
আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে নাগাড়ে তৃতীয়বার দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত