IND vs BAN 1st Test: জাকিরের শতরান সত্ত্বেও চতুর্থ দিনের শেষে জয়ের দোরগোড়ায় ভারতীয় দল
Axar Patel: ভারতের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিন, সর্বাধিক তিন উইকেট নেন বাঁ-হাতি স্পিন বোলার অক্ষর পটেল।
চট্টগ্রাম: গতকাল বিনা উইকেট হারিয়ে ৪২ রানে দিনের শেষটা করেছিল বাংলাদেশ দল। ভারতের বিরুদ্ধে (IND vs BAN 1st Test) প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশি ওপেনারদের দুরন্ত লড়াই সত্ত্বেও দিনশেষে জয়ের দোরগোড়ায় ভারতীয় দল। জাকির হাসানের শতরান সত্ত্বেও পঞ্চম দিনে আর মাত্র চার উইকেট নিলেই প্রথম টেস্ট জিতে যাবে ভারত। তবে ভারত ও জয়ের মধ্যে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান ও দুরন্ত ফর্মে থাকা মেহেদি হাসান মিরাজ। দুই তারকা অলরাউন্ডার চতুর্থ দিনের শেষে অপরাজিত রয়েছেন।
ওপেনারদের দাপট
এদিন ম্যাচের প্রথম সেশনে বাংলাদেশ ওপেনাররা ব্যাট হাতে দুরন্ত লড়াই করেন। জাকির হাসান (Zakir Hasan) ও নাজমুল হোসেন শান্ত লড়াকু মানসিকতার পরিচয় দেখিয়ে ক্রিজে টিকে থাকেন এবং মধ্যাহ্নভোজের আগেই নিজেদের অর্ধশতরান পূরণ করেন। বাংলাদেশ কোনও উইকেট না হারিয়ে প্রথম সেশন শেষ করে ১০৯ রানে। তবে দ্বিতীয় সেশনে উমেশ যাদবের অফস্টাম্পের বাইরের বলে শেষমেশ খোঁচা দিয়ে ৬৭ রানে সাজঘরে ফিরতে হয় শান্তকে। ১২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ইয়াসির আলি তিনে নেমে খুব বেশি রান করতে পারেননি। তাঁকে পাঁচ রানেই সাজঘরে ফেরান অক্ষর পটেল (Axar Patel)।
দুরন্ত অক্ষর
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া কুলদীপ যাদব ১৯ রানে লিটন দাসকে সাজঘরে ফেরান। মধ্যাহ্নভোজের আগে বাংলাদেশি ব্যাটাররাই নজর কাড়লেও দ্বিতীয় সেশনে ভারতীয় বোলাররা তিন উইকেট দেওয়ার পাশাপাশি মাত্র ৫৭ রান খরচ করেন। দিনের শেষ সেশনের ছবিটাও অনেকটা একইরকম ছিল। জাকির হাসান আগ্রাসী মেজাজে সেশনের শুরুটা করে নিজের শতরান পূরণ করেন। তবে তাঁর শতরানের পরেই তাঁকে সাজঘরে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন। অল্প রানের ব্যবধানেই পরপর দুই উইকেট নিয়ে নেন অক্ষর। ২৩৮ রানে ছয় উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় বাংলাদেশ।
শাকিব-মেহেদির লড়াই
তবে ৩৪ রানের সপ্তম উইকেটের পার্টনারশিপে দলের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন শাকিব ও মেহেদি। শাকিব ৪০ রানে অপরাজিত রয়েছেন, মেহেদির সংগ্রহ নয় রান। দিনের শেষে বাংলাদেশের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ২৭২ রান। ব্যাট হাতে শাকিবের দক্ষতা নিয়ে নতুন কিছু বলার থাকে না। আর মেহেদি ওয়ান ডে সিরিজেই শতরান হাঁকিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি ব্যাট হাতে কতটা দক্ষ। তাই ম্যাচের শেষদিনে ভারতের জয়ের জন্য আর মাত্র চার উইকেট প্রয়োজন হলেও, শাকিবরা কিন্তু শেষ পর্যন্ত লড়াই করবেন, এমনটা ধরে নেওয়াই যায়।
আরও পড়ুন: উত্তরপ্রদেশকে হারিয়েই নিজের অবসর নিয়ে মুখ খুললেন মনোজ তিওয়ারি