IND vs BAN 1st Test: পূজারা, শ্রেয়স, অশ্বিনের অর্ধশতরান, ৪০৪ রানে থামল ভারতের প্রথম ইনিংস
Team India: দিনের শুরুতেই শ্রেয়স আইয়ার ৮৬ রানে সাজঘরে ফিরলেও, অশ্বিন ও কুলদীপ যাদবের ৯২ রানের পার্টনারশিপে ভর করে ভারতীয় দল ৪০০ রানের গণ্ডি পার করে।
চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক কেএল রাহুল। টিম ইন্ডিয়ার ব্যাটাররা অধিনায়ককে হতাশ করলেন না। প্রথম ইনিংসে ৪০৪ রানে তুলল ভারতীয় দল (IND vs BAN 1st Test)। চেতেশ্বর পূজারা ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) শতরান হাতছাড়া করেন। দুইজনে যথাক্রমে ৯০ ও ৮৬ রান করেন। রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin) অর্ধশতরান করেন। তিনি ৫৮ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ যথাক্রমে চারটি করে উইকেট নেন।
শতরান হাতছাড়া
ম্য়াচের দ্বিতীয় ছয় উইকেটের বিনিময়ে ২৭৮ রান থেকে নিজেদের ইনিংস শুরু করে ভারতীয় দল। দিনের শুরুতে সব নজর ছিল ৮২ রানে ব্যাট করা শ্রেয়স আইয়ারের দিকে। দিনের শুরুতেই শ্রেয়স জীবনদান পান। তাঁর ক্যাচ ফেলে বাংলাদেশে দল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি শ্রেয়স। ৮৬ রানেই ইবাদত হোসেনের বলে বোল্ড হন তিনি। ২৯৩ রানে সাত উইকেট হারিয়ে ফেলে একটু চাপেই পড়ে যায় ভারত। তবে অষ্টম উইকেটে অশ্বিন ও কুলদীপ যাদব ৯২ রানের পার্টনারশিপে ভারতকে ৪০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন।
View this post on Instagram
অশ্বিন-কুলদীপের লড়াই
৯১ বলে নিজের আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের ১৩তম অর্ধশতরানটি করেন অশ্বিন। তাঁকে যোগ্য সঙ্গ দেন কুলদীপ যাদবও। কুলদীপ ৪০ রানের ইনিংস খেলেন। শেষের দিকে উমেশ যাদব দুই ছক্কা মেরে ভারতের রান ৪০০ পার করান। মেহেদি হাসান মিরাজের বলে মহম্মদ সিরাজও বড় শট মারতে গিয়ে আউট হওয়ায় ভারতের ইনিংস সমাপ্ত হয়। তিনি চার রান করেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ, উভয়েই চারটি করে উইকেট নেন।
আরও পড়ুন: বাপ কা বেটা! রঞ্জিতে অভিষেক ম্যাচেই শতরান, সচিনকে ছুঁলেন অর্জুন