IND vs NZ 1st Test: ভেস্তে গিয়েছে প্রথম দিন, বেঙ্গালুরুতে নতুন সময়ে শুরু হবে ভারত-নিউজ়িল্যান্ডের দ্বিতীয় দিনের খেলা
India vs New Zealand: চিন্নাস্বামীতে বৃষ্টির জেরে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনে টস পর্যন্ত করা যায়নি।
বেঙ্গালুরু: বুধবার, ১৬ অক্টোবর ভারত ও নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ (IND vs NZ 1st Test) শুরু হওয়ার কথা ছিল। তবে প্রথম দিনের খেলায় এক বলও গড়ায়নি। নাগাড়ে বৃষ্টির জেরে সম্পূর্ণভাবে ভেস্তে যায় খেলা। এমনকী ম্যাচের টস পর্যন্ত করা সম্ভব হয়নি। এর ফলেই পরিবর্তিত হয়েছে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরুর সময়।
একটা গোটা দিনের খেলা ভেস্তে যাওয়ায়, সেটা যতটা সম্ভব মেকআপ দেওয়ার লক্ষ্যে নির্ধারিত সময়ের আগেই খেলা শুরু হতে চলেছে। আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন যে ম্যাচ প্রাথমিকভাবে ৯.৩০টায় শুরু হওয়ার কথা থাকলেও, তা ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী ৯.১৫ থেকে শুরু হতে চলেছে ২২ গজের দ্বৈরথ। সব ঠিকঠাক থাকলে সকাল ৮.৪৫ নাগাদ ম্যাচের টস আয়োজিত হওয়ার কথা।
নতুন সময় অনুযায়ী সকাল ৯.১৫ থেকে ১১.৩০টা পর্যন্ত প্রথম সেশন আয়োজিত হওয়ার কথা। ১২.১০ থেকে দুপুর ২.২৫ পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন। তারপর চা পানের বিরতি। শেষ সেশন শুরু হবে দুপুর ২.৪৫ চলবে বিকেল ৪.৪৫ পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় দিনের জন্য ম্যাচের এই পরিবর্তিত সময় সূচি জানিয়ে দেওয়া হয়েছে।
🚨 Update from Bengaluru 🚨
— BCCI (@BCCI) October 16, 2024
Day 1 of the 1st #INDvNZ Test has been called off due to rain.
Toss to take place at 8:45 AM IST on Day 2
Start of Play: 9:15 AM IST #TeamIndia | @IDFCFIRSTBank pic.twitter.com/RzmBvduPqr
তবে আদৌ খেলা হবে তো? পূর্বাভাস খুব একটা আনন্দদায়ক নয়। গোটা দিনই বেঙ্গালুরুর আকাশের মুখ ভার থাকার সম্ভাবনা। AccuWeather-র রিপোর্ট ক্রিকেটপ্রেমীদের খুব একটা কিন্তু স্বস্তি দেবে না। এই রিপোর্ট অনুযায়ী, ম্যাচ শুরুর সময়কালে মাত্র ১৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন যত গড়াবে ততই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ১০টার দিকে ১৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনাটাই বেড়ে দাঁড়াবে ৪৪ শতাংশ। বেলা ১২ টার দিকে সেই সম্ভাবনাটা ৫১ শতাংশ। দুপুরের দিকে ১টা নাগাদ সেটা খানিক কমে ৩৮ শতাংশ রয়েছে। তবে বিকেলে আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিষয়টা হল দ্বিতীয় দিনের খেলা হয়তো প্রথম দিনের মতো সম্পূর্ণ ভেস্তে যাবে না। কিন্তু বারংবার বৃষ্টির জেরে ম্যাচে বিঘ্ন ঘটার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোহলিকে পিছনে ফেলে দেশের সবথেকে ধনী ক্রীড়া ব্যক্তিত্ব এখন প্রাক্তন এই ক্রিকেটার