(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NZ 3rd ODI: ব্যাটারদের দাপটের মাঝেও কোন পরিকল্পনায় এল সাফল্য? জানালেন ম্যাচ সেরা শার্দুল
IND vs NZ 3rd ODI: তৃতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৯০ রানে পরাজিত করে ৩-০ ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল।
ইনদওর: ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs NZ 3rd ODI) ব্যাটাররাই ম্যাচের সিংহভাগ সময় দাপট দেখান। তবে ব্যাটারদের দাপটের মাঝেও ৪৫ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়ায় ম্যাচ সেরার পুরস্কারটা পান ভারতের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। গুরুত্বপূর্ণ সময়ে দুরন্ত স্পেলে ভারতকে ম্যাচ জেতানোর জন্য শার্দুলকে প্রশংসায় ভরিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কোন জাদুবলে চাপের মুখে বারংবার দুরন্ত পারফর্ম করেন শার্দুল?
সাফল্যের রহস্যভেদ
শার্দুল বলেন, 'ম্যাচে ব্যাটাররা কোনও না কোনও সময় তো বোলারের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করবেই। সেই ভেবে খুব বেশি চাপ নেওয়ার কোনও অর্থ হয় না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে পরিকল্পনা নিয়ে বল করা প্রয়োজন, আমি ঠিক সেইমতোই করি। ম্যাচে যে কোনও পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য আমাদের আগে থেকেই মানসিকভাবে তৈরি থাকাটা প্রয়োজনীয়, তা সে ব্যাট করতে নেমেই হোক বা বোলিংয়ের সময়। বর্তমানে দিনের খেলাটা ব্যাটিং নির্ভর। সকলেই তো ব্যাট করতে পছন্দ করেন।'
শার্দুলের নতুন নাম
প্রয়োজনের সময় ব্যাট হোক বা বল, বারংবার পারফর্ম করার দক্ষতার জন্যই শার্দুলকে তাঁর সতীর্থরা 'ম্যাজিশিয়ান' নামও দিয়েছেন। ম্যাচ শেষে রোহিত বলেন, 'চাপের মুখেও আমরা নিজেদের পরিকল্পনামাফিক ভাল বল করেছি। শার্দুল বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করছে। সতীর্থরা ওকে ম্যাজিশিয়ান বলে এবং আবারও ও প্রয়োজনের সময় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে। ওর আরও কয়েকটি ম্যাচ খেলার প্রয়োজন। শেষ ছয়টি ম্যাচে আমরা দারুণ খেলেছি। ৫০ ওভারের ম্যাচে এটাই দরকার। আমরা ধারাবাহিক খেলেছি।'
প্রথম দুই ম্যাচে মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ নতুন বল হাতে দুর্দান্ত বল করেন। তবে তৃতীয় ম্যাচে দুই তারকা ফাস্ট বোলারকেই বিশ্রাম দিয়েছিল ভারতীয় ম্যানেজমেন্ট। এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, 'আমাদের বেঞ্চে বসে থাকা (যুজবেন্দ্র) চাহাল ও উমরানকে (মালিক) সুযোগ দিতে চেয়েছিলাম। সেই কারণেই শামি ও সিরাজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওরা চাপের মুখে কেমন খেলে, সেটা পরখ করে দেখাটা জরুরি ছিল।'
প্রসঙ্গত, নিউজিল্য়ান্ডকে ওয়ান ডে সিরিজে হারিয়ে আইসিসির ক্রমতালিকায় শীর্ষে উঠে এল ভারতীয় দল। টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড শিবিরকে ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে রোহিতের দল। এই জয়ের সুবাদে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে রোহিতের দল। ১১৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।
আরও পড়ুন: ৯০ রানে তৃতীয় ওয়ান ডে-তেও জয়, কিউয়িদের হোয়াইটওয়াশ করল রোহিত বাহিনী