Indian Cricket Team: ড্রেসিংরুমের ভোট না পাওয়াতেই টি-২০ দলের অধিনায়ক হতে পারেননি হার্দিক?
ফোী্গক ঝোল্বোছ সকলেই ভেবেছিলেন যে, টি-২০ দলের নেতৃত্ব যাবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) হাতে। যেহেতু তিনি সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলেছেন।
মুম্বই: টি-২০ বিশ্বকাপে তিনিই ছিলেন দলের সহ অধিনায়ক। রোহিত শর্মা (Rohit Sharma) টি-২০ বিশ্বকাপ জেতার পরই জানিয়ে দেন যে, আন্তর্জাতিক টি-২০ থেকে তিনি অবসর নিচ্ছেন। তারপর সকলেই ভেবেছিলেন যে, টি-২০ দলের নেতৃত্ব যাবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) হাতে। যেহেতু তিনি সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব সামলেছেন।
যদিও সকলকে হতবাক করে দিয়ে ভারতের টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। যা নিয়ে বেশ হইচই হয়েছে। কোথায় পিছিয়ে পড়লেন হার্দিক? কেনই বা সূর্যকুমারকে বেছে নেওয়া হল গুরুদায়িত্বের জন্য? শ্রীলঙ্কা সফরের আগে এ নিয়ে খোলামেলা কথা বললেন জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর।
শ্রীলঙ্কা সফরে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়ের। কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই গৌতম গম্ভীরের প্রথম অভিযান। শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হন গম্ভীর ও আগরকর। সেখানে আগরকর জানিয়েছেন, ফিটনেসের কথা মাথায় রেখে ও ড্রেসিংরুমের সকলের মতামত নিয়েই সূর্যকুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগরকর বলেছেন, 'ফিটনেস অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা এমন একজনকে চেয়েছিলাম যাকে প্রায় সব ম্যাচে পাওয়া যাবে। স্কাই টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা। অধিনায়ক হিসাবে ও সব ম্যাচ খেলবে। ওই অধিনায়ক হিসাবে যোগ্য। আমরা নজর রাখব ও কীভাবে এই দায়িত্বে মানিয়ে নেয়।'
হার্দিককে নিয়ে প্রধান নির্বাচকের পর্যবেক্ষণ, 'হার্দিকের মতো দক্ষতা আর কারও মধ্যে খুঁজে পাওয়া কঠিন। ওর ফিটনেসও দারুণ। আমাদের হাতে এখনও সময় আছে। কয়েকটা ব্যাপার দেখে নিতে চাই। ফিটনেস এমন একটা বিষয় যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে আর আমরা এমন কাউকে চেয়েছিলাম যাকে বেশিরভাগ ম্যাচে পাওয়া যায়। আমরা ড্রেসিংরুমের মতামতও নিয়েছি।'
দায়িত্ব দেওয়া হয়নি প্রাক্তন সহ অধিনায়ক কে এল রাহুলকেও। যিনি দীর্ঘদিন ধরেই টি-২০ দলের বাইরে। আগরকর বলেছেন, 'ওকে যখন পরিকল্পনার বাইরে রাখা হয়েছিল, তখন আমি দায়িত্বে ছিলাম না।'
🆙 Next 👉 Sri Lanka 🇱🇰#TeamIndia are back in action with 3 ODIs and 3 T20Is#INDvSL pic.twitter.com/aRqQqxjjV0
— BCCI (@BCCI) July 18, 2024
আরও পড়ুন: দাদার বিয়ের দিন গরহাজির সৌরভ-ডোনা! কেন এড়িয়ে গেলেন অনুষ্ঠান?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।