IND vs SL Preview: প্রথম টি-২০ ম্যাচের আগে জ্বরে কাবু শ্রীলঙ্কা, জয় দিয়েই যাত্রা শুরু নতুন কোচ-অধিনায়কের?
India vs Sri Lanka: এই সিরিজে পূর্ণ শক্তির দল আনেনি ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা - তিনজনই টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
পাল্লেকেলে: শনিবার, ২৭ জুলাইয়ের দিকে চেয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ, ভারতীয় ক্রিকেটের নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হতে চলেছে কোচ গৌতম গম্ভীরের প্রথম অভিযান। টি-২০ দলের অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের প্রথম সিরিজও। পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট দলেরও নতুন এক পর্ব শুরু হতে চলেছে শনিবার। অ্যাঞ্জেলো ম্যাথিউজ যুগ এখন অতীত। ওয়ানিন্দু হাসারাঙ্গার পরিবর্তে শ্রীলঙ্কার অধিনায়ক করা হয়েছে চরিথ আসালাঙ্কাকে। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সনৎ জয়সূর্যকে। কোচ হিসাবে তাঁরও বড় পরীক্ষা হতে চলেছে ভারতের বিরুদ্ধে।
তবে অবস্থানের দিক থেকে দুই দল সম্পূর্ণ দুই বিপরীত মেরুতে। ভারত সদ্য টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। যে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। বিশ্বকাপ জেতার পর জিম্বাবোয়েতে গিয়ে তাদের ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে এসেছে ভারত। যে সময়টায় শ্রীলঙ্কার ক্রিকেটারেরা ব্যস্ত ছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে।
সূর্যকুমার ও আসালাঙ্কা - দুজনই এর আগে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। গত বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাতটি টি-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন স্কাই। তবে পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে এটাই প্রথম পরীক্ষা তাঁর।
Hey you fielding drill - How so fun 😄😎
— BCCI (@BCCI) July 26, 2024
Quite a vibe in the group in this fun session at Kandy 🤙#TeamIndia | #SLvIND pic.twitter.com/nIaBOnM8Wy
এই সিরিজে পূর্ণ শক্তির দল আনেনি ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা - তিনজনই টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কা এই সিরিজের আগে চোট আঘাতে জর্জরিত। নুয়ান থুসারা ও দুষ্মন্ত চামিরা চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। এবার তাঁদের শিবিরে হানা দিয়েছে জ্বর। একাধিক ক্রিকেটার আক্রান্ত। বাধ্য হয়ে অলরাউন্ডার রমেশ মেন্ডিসকে ডেকে পাঠাতে হয়েছে। শেষ পর্যন্ত কি দেশের মাটিতে শক্তিশালী ভারতকে থামাতে পারবে শ্রীলঙ্কা?
আরও পড়ুন: চারে চার! বাংলাদেশকে ১০ উইকেটে দুরমুশ করে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।