IND vs WI 3rd ODI: হোটেলে ছেলেকে নিয়ে হাজির ব্র্যাভো, টিম ইন্ডিয়াকে ত্রিনিদাদে স্বাগত জানালেন ডোয়েন
India vs West Indies 3rd ODI: ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের তৃতীয় ওয়ান ডে ম্যাচ আয়োজিত হবে।
ত্রিনিদাদ: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs WI 3rd ODI) ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে একে অপরের মুখোমুখি হতে চলেছে। এর আগের বার ত্রিনিদাদে টেস্ট ম্যাচের সময় কিংবদন্তি ব্রায়ান লারা মাঠে উপস্থিত ছিলেন। দেখা করেছিলেন ভারতীয় দলের (Team India) সঙ্গে। এবারে ওয়ান ডে ম্যাচের আগে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সঙ্গে দেখা করলেন।
ডোয়েন ব্র্যাভো ত্রিনিদাদেরই বাসিন্দা। তাই ভারতীয় দল (Indian Cricket Team) টিম হোটেলে পৌঁছলে, দলের তারকাদের সঙ্গে দেখা করতে হাজির হন ব্র্যাভো। তাঁর সঙ্গে তাঁর ছেলেও ছিল। টিম ইন্ডিয়া তারকাদের সঙ্গে দেখা করে তাঁদের স্বাগত জানাতে দেখা যায় ব্র্যাভোকে। রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে আইপিএলের চেন্নাই সুপার কিংস দলের অংশ ব্র্যাভোও। তাঁদের সামনে দেখেই জড়িয়ে ধরেন তিনি। পরবর্তীতে ব্র্যাভো ও রুতুরাজকে খোশমেজাজে সোফায় বসে গল্পও করতে দেখা যায়। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, 'ত্রিনিদাদে এলে.....'
When in Trinidad 🇹🇹... 🤝#TeamIndia | #WIvIND | @DJBravo47 pic.twitter.com/dBublUKGGz
— BCCI (@BCCI) August 1, 2023
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলির অনুপস্থিতিতে ব্যর্থ হন ভারতীয় ব্যাটাররা। জয় পেয়ে সিরিজে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ়। আজ সেই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। গত ম্যাচের মতো টিম ইন্ডিয়া এই ম্যাচেও যে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে, রবীন্দ্র জাডেজার কথায় স্পষ্ট তার পূর্বাভাস মেলে।
বিসিসিআইয়ের তরফে পোস্ট করা একটি ভিডিওতে জাডেজা বলেন, 'এশিয়া কাপ, বিশ্বকাপের আগে এটাই তো শেষ সিরিজ যেখানে আমরা দলে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, ভিন্ন ভিন্ন পরিকল্পনা খাটিয়ে দেখতে পারি। বিশ্বকাপ, এশিয়া কাপে তো এসব আর করা যাবে না। ব্যাটিং অর্ডার বদল করার মতো জিনিসপত্র আমরা করেছি। তবে এটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তাই এই বিষয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সিরিজ নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কখন, কোথায় দেখবেন খেলা?