IND vs BAN 2nd T20I: গ্বালিয়রের পর নয়াদিল্লি, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ইতিহাস গড়ার পালা অব্যাহত
India vs Bangladesh: নয়াদিল্লিতে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২২১ রান তোলে। জবাবে বাংলাদেশ ১৩৫ রানের বেশি তুলতে পারেনি।
নয়াদিল্লি: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বলের নিরিখে জয়ের রেকর্ড গড়েছিল ভারত। রাজধানীতে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 2nd T20I) ফের একবার ইতিহাস গড়ল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।
নয়াদিল্লিতে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২২১ রান তোলে ভারত। জবাবে বাংলাদেশ ১৩৫ রানের বেশি তুলতে পারেনি। ৮৬ রানের ব্যবধানে জয় পেয়েছে ভারত। রানের নিরিখে এটি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সবথেকে বড় জয়। এই বছরই বাংলাদেশকে বিশের বিশ্বকাপে ৫০ রানের ব্যবধানে পরাজিত করেছিল টিম ইন্ডিয়া। তার কয়েক মাসের মধ্যেই ফের একবার ভেঙে গেল সেই রেকর্ড।
বুধবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে ভারতের তিন উইকেট দ্রুত তুলে নিয়ে চাপ তৈরি করেছিলেন বাংলাদেশের বোলাররা। টস জিতে প্রথমে ফিল্ডিং করে পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যে ভারতের তিন উইকেট ফেলে দিয়েছিলেন তাস্কিন আমেদরা। কিন্তু বাংলাদেশ শিবির হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, এরপরই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তাদের শিবিরের ওপর।
ভারতের জার্সিতে কেরিয়ারের দ্বিতীয় টি-২০ ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেললেন নীতীশ রেড্ডি। মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। বাংলাদেশের বোলিংকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন। অন্যজন, টি-২০ স্পেশ্যালিস্ট রিঙ্কু সিংহ। নীতীশের সঙ্গে পাল্লা দিয়ে ২৬ বলে হাফসেঞ্চুরি করেন কেকেআর তারকা। এই দুই তরুণ তুর্কির ব্যাটে ভর করেই নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২২২ রান তোলে ভারত।
জবাবে ১৩৫/৯ স্কোরে আটকে গেল বাংলাদেশ। দুইটি করে উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী ও নীতীশ।। বড় রান তাড়া করতে গিয়ে বাংলাদেশের কোনও ব্যাটারই তেমন রান পাননি। অভিজ্ঞ মাহমুদুল্লা ৪১ রানের ইনিংস খেলেন বটে তিনি। তবে তা আসে মাত্র ১০৫-র স্ট্রাইক রেটে। ফলে স্বাভাবিকভাবেই কোনও সময়ই ওপার বাংলার দল ম্যাচ জিততে পারে বলে মনে হয়নি। ফলত যা হওয়ার তাই হল। হতাশাজনকভাবে হারতে হল বাংলাদেশকে। ব্যাটে বলে দাপট দেখিয়ে ম্যাচের সেরা নীতীশ কুমার রেড্ডিই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ৮২ রানে চূর্ণ করে সেমিফাইনালের দৌড়ে রইল হরমনপ্রীতের ভারত