IND vs PAK: পাকিস্তান ম্যাচের আগেই ভারতীয় শিবিরে উদ্বেগ, হাতে চোট পেয়ে যন্ত্রণায় নেট ছাড়লেন শুভমন গিল
Shubman Gill: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচে মাত্র নয় বল খেলে ২০ রান করেছিলেন শুভমন গিল।

দুবাই: ভারতীয় দলের সহ-অধিনায়ক তিনি। দলের ওপেনারও বটে। রবিবার, ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মেগা দ্বৈরথে ব্যাট হাতে দলের হয়ে শুরুটা ভাল করার জন্য শুভমন গিলের (Shubman Gill) দিকেই তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া। তবে সেই ম্যাচের আগেই দুঃসংবাদ। ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন তরুণ তুর্কি।
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচে মাত্র নয় বল খেলে ২০ রান করেছিলেন শুভমন গিল। দলকে ম্যাচ জিতিয়েই একেবারে মাঠ ছাড়েন তিনি। বেশ ভাল ছন্দেও দেখায় তাঁকে। তবে Times of India-র রিপোর্ট অনুযায়ী নেটে ব্যাটিংয়ের সময় গিলের হাতে চোট লাগে। ব্যথায় কাতরাতে কাতরাতে নেট ছাড়েন তিনি। সঙ্গে সঙ্গেই শুভমন গিলের চোট খতিয়ে দেখতে টিম ফিজিও ছুটে আসেন।
সেই রিপোর্টে বলা হয়, 'এই ঘটনার পর অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরকে গিলের সঙ্গে কথা বলতে দেখা যায়। সতীর্থ অভিষেক শর্মা তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন এবং তাঁর জন্য জলের বোতল পর্যন্ত খুলে দেন। নেট সেশন চলাকালীনই গিলে আঘাত খতিয়ে দেখেন টিম ফিজিও।' তবে ওই একই রিপোর্টে জানানো হয়েছে খানিকটা ব্যথা কমার পর গিল আবারও অনুশীলন শুরু করেন। তাই মেগাদ্বৈরথের আগে গিলের হাতে চোট খানিকটা উদ্বেগ তৈরি করলেও, চিন্তার আর তেমন কোনও কারণ নেই।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচের গুরুত্ব বরাবরই আর পাঁচটা ম্যাচের থেকে একটু বেশি। তবে এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ পাকিস্তানের তরুণ ওপেনার সঈম আয়ুব। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তাঁকে ভারতের বিরুদ্ধে ২২ গজের মহাযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, তাঁদের মূল লক্ষ্য কিন্তু এশিয়া কাপ জয়। তিনি বলেন, 'আমরা শুধু ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি তেমনটা নয়, আমার প্রধান লক্ষ্য তো টুর্নামেন্টটা জেতা। আমরা সবার বিরুদ্ধে নির্ভীকভাবে নিজেদের ক্রিকেটটা খেলার চেষ্টা করি।'
বুমরার বিরুদ্ধে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে পাকিস্তানের ওপেনিং ব্যাটার আয়ুব জানান, 'হ্যাঁ, চ্যালেঞ্জ তো থাকবেই। কোনও ম্যাচে প্রতিপক্ষের যে কোনও বোলারের বিরুদ্ধেই চ্যালেঞ্জ থাকে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল কোন পথে দলের জয় আসবে, তা খুঁজে বের করে জয়টা সুনিশ্চিত করা।'




















