IND vs AUS: অবিরাম বৃষ্টি গাব্বায়, ব্রিসবেন টেস্ট ড্র, সিরিজ এখনও ১-১
Border Gavaskar Trophy : ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনের লাইভ স্কোর আপডেট এক ঝলকে--
LIVE
Background
যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বিশ্ববন্দিত ব্যাটাররা রান করতে গিয়ে বিপাকে পড়েছেন, সেই গাব্বাতেই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুললেন আকাশ দীপ (Akash Deep) ও যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শুধু প্রতিরোধ গড়ে তুললেন বলা ভুল, ব্রিসবেনে তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) টিম ইন্ডিয়াকে ফলো অন থেকে বাঁচালেনও তাঁরা। আকাশ ও বুমরার এদিনের লড়াকু পার্টনারশিপ কিন্তু ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিল। গাব্বায় তৈরি হল নয়া রেকর্ড।
এদিন শেষ উইকেটে বুমরাকে ক্রিজে সঙ্গ দিতে আকাশ দীপ যখন ব্যাট হাতে নামেন, তখন ভারতের স্কোর ২১৩ রান। দিনের শেষে দশম উইকেটে দুই ব্যাটার ৩৯ রান যোগ করে অপরাজিত অবস্থাতেই সাজঘরে ফেরেন। এটা কিন্তু গাব্বায় দশম উইকেটে ভারতের সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সেই অর্থে আকাশদীপ ও বুমরা কিন্তু ব্রিসবেনে ইতিহাস গড়লেন। বিগত চার বছরে শেষ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চও বটে। বুমরা ও মহম্মদ সিরাজের বিলেতের মাটিতে ৫০ রানের পার্টনারশিপ এই তালিকায় সর্বোচ্চ।
আকাশদীপ এই দিন ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এটি অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয় ১১ নম্বর ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। গ্লেন ম্যাকগ্রা ও জশ হ্যাজেলউডের পর গাব্বায় এটি কোনও দলের ১১ নম্বর ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ রানও বটে। এদিন কিন্তু আকাশ দীপ বিরাট কোহলির থেকে উপহার পাওয়া ব্যাট নিয়ে মাঠে নামেন এবং নিজের এক শটে স্বয়ং কোহলিকেও বিস্মিত করে দেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে চার মেরেই তিনি ফলো অন বাঁচানো নিশ্চিত করেন। তারপর সেই ওভারেই কামিন্সকে গ্যালারিতে ওড়ান আকাশ। এরপরেই বিস্মিত, আনন্দিত কোহলির প্রতিক্রিয়া কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
IND vs AUS Live Score: ব্রিসবেন টেস্ট ড্র
বৃষ্টির জন্য খেলা শুরু করাই আর সম্ভব হল না। দ্বিতীয় ইনিংসে ২৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৮/০ বোর্ডে তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। ম্য়াচ ড্র।
IND vs AUS Live: গাব্বা টেস্টে ভারতের লক্ষ্য ২৭৫
দ্বিতীয় ইনিংসে ৮৯/৭ বোর্ডে তুলেই ডিক্লেয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার। ৫৪ ওভারে ২৭৫ রান প্রয়োজন ভারতের গাব্বা টেস্ট জিততে।
IND vs AUS Live Score: অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটের পতন
অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটের পতন। বুমরার বলে এবার রাহুলের হাতে ক্য়াচ দিয়ে ফিরলেন প্যাট কামিন্স। ২৭০ রানে এগিয়ে অজিরা।
IND vs AUS Live: হেড আউট, অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন
আবার শিকারি সিরাজ, আবার শিকারী হেড। অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে ২৪৫ রানে।
IND vs AUS Live Score: সিরাজের বলে আউট স্মিথ
অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন। মাত্র ৪ রান করে মহম্মদ সিরাজের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন স্টিভ স্মিথ। শূন্যে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ লুফে নিলেন ঋষভ পন্থ। মাত্র ৩৩ রানে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া।