IND vs AUS: পারথে রোহিত না খেললে ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গী কি প্রাক্তন বাংলা অধিনায়ক?
Rohit Sharma: রোহিতের পরিবর্তে ওপেনিংয়ে নামার দৌড়ে রয়েছেন কে এল রাহুলও। অভিজ্ঞতার নিরিখে দেখতে গেলে হেসেখেলে রাহুল দলে ঢুকে যাবেন।
মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার দিনই জানিয়েছিলেন যে বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy 2024) প্রথম টেস্টে আদৌ থাকবেন কি না নিশ্চিত নয়। ধরেই নেওয়া যায় যে রোহিত শর্মাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্য়াচে পাওয়া যাবে না। কিন্তু এই পরিস্থিতিতে কে ওপেনিংয়ে নামবেন? গৌতম গম্ভীর ও কোচিং স্টাফদের কাছে এ এক নতুন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে, যদি একান্তই রোহিতকে না পাওয়া যায়, তবে জয়সওয়ালের সঙ্গী কে হবেন তা এখনও ঠিক নয়। তবে উঠে আসছে দুটো নাম। তার মধ্যে রয়েছেন প্রাক্তন বাংলা অধিনায়কও।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় টেস্ট স্কােয়াডে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন। কিন্তু জাতীয় দলে এখনও পর্যন্ত দরজা খুলতে পারেননি। তবে এবার সুযোগ মিলতে পারে। যদি রোহিত শর্মা পারথ টেস্টে না খেলেন, তবে হিটম্য়ানের জায়গায় ফর্মে থাকা অভিমন্যু হতে পারেন টিম ম্য়ানেজমেন্টের পছন্দ। ১০০ প্রথম শ্রেণির ম্য়াচ খেলার অভিজ্ঞতাও কিন্তু প্লাস পয়েন্ট অভিমন্যুর জন্য। এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে ৭৬৫৭ রান করেছেন। গড় ৪৯। তিনি মোট ২৭টি সেঞ্চুরি করেছেন ও ২৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
রোহিতের পরিবর্তে ওপেনিংয়ে নামার দৌড়ে রয়েছেন কে এল রাহুলও। অভিজ্ঞতার নিরিখে দেখতে গেলে হেসেখেলে রাহুল দলে ঢুকে যাবেন। ভারতীয় এ দলের হয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছেন কর্ণাটকী। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা ভাল নয় রাহুলের। তাই তাঁর ওপেনিংয়ে আদৌ সুযোগ দেওয়া হবে কি না তা কিন্তু ভাবতেই হবে টিম ম্যানেজমেন্টকে।
এদিকে, ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে গম্ভীরকে দায়িত্বে রাখা নিয়ে আগামীদিনে BCCI কঠিন অবস্থান নিতে পারে বলে চর্চা শুরু হয়েছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফিই হতে চলেছে গম্ভীরের 'টেস্ট।' তার ফলাফলের ভিত্তিতেই টেস্টে আর গম্ভীর ভারতীয় কোচ থাকবেন কি না তার ভবিষ্যৎ নির্ভর করছে। এমন কথা উঠে আসছে রিপোর্টে।
রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ভারত ভাল ফল করতে না পারলে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব হারাতে পারেন গম্ভীর। সাদা বলের কোচ হিসাবে গম্ভীর দায়িত্ব পালন করে যেতে পারেন, কিন্তু, আর একটা সিরিজে খারাপ ফল হলে লাল বলের দায়িত্ব হারাতে পারেন গম্ভীর।