Shakib Al Hasan: ঢাকায় খেলে টেস্ট থেকে অবসর নিতে চান শাকিব, নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছে না বোর্ড
India vs Bangladesh Test: অনিশ্চয়তা তৈরি হয়েছে স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুখ আমেদের (Faruque Ahmed) কথায়। যিনি সাফ জানিয়ে দিয়েছেন, শাকিবের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছেন না তাঁরা।
ঢাকা: অক্টোবর মাসে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলে ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় জানাতে চান শাকিব আল হাসান- (Shakib Al Hasan)। কানপুরে ভারতের (India vs Bangladesh Test) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে যে কথা জানিয়েছেন শাকিব স্বয়ং। অনেকেই ধরে নিয়েছিলেন, অক্টোবরে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট ম্যাচই হতে পারে শাকিবের কেরিয়ারের শেষ টেস্ট।
কিন্তু ঢাকায় সেই ম্যাচে আদৌ খেলতে পারবেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার?
অনিশ্চয়তা তৈরি হয়েছে স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুখ আমেদের (Faruque Ahmed) কথায়। যিনি সাফ জানিয়ে দিয়েছেন, শাকিবের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছেন না তাঁরা। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শাকিবের খেলা নিয়ে তাই রয়েছে সংশয়।
বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও অস্থিরতার পর থেকেই দেশছাড়া শাকিব। যিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের সাংসদও ছিলেন। কানপুরের গ্রিন পার্কে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে শাকিব জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা যদি পূর্বসূচি মেনে বাংলাদেশ সফরে যায় তা হলে ঢাকায় তাদের বিরুদ্ধে খেলেই টেস্ট থেকে অবসর নেবেন তিনি। তবে বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা আদৌ সে দেশে সিরিজ খেলতে যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার বিরোধী আন্দোলনে কয়েকশো মানুষের প্রাণ গিয়েছে বলে বিভিন্ন সূত্রের খবর।
শাকিবের বিরুদ্ধেও জনরোষ তৈরি হয়েছিল। যেহেতু তিনি শাসক দলেরই সদস্য ছিলেন। ৫ অগাস্ট বাংলাদেশে পালাবদল হয়। শাকিব সহ ১৪৭ জনের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় হত্যার মামলা দায়ের হয়েছে। সেই থেকে দেশছাড়া শাকিব। তাই কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে চেয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে রক্ষাকবচ চেয়েছেন।
যদিও ফারুখ বলেছেন, 'শাকিবের সুরক্ষা বোর্ডের হাতে নেই। বোর্ড কাউকে ব্যক্তিগত সুরক্ষা দিতে পারে না। সেটা নিয়ে ওকেই সিদ্ধান্ত নিতে হবে। ওর নিরাপত্তার আশ্বাস সরকারের ওপর মহল থেকে আসতে হবে।' তিনি আরও বলেছেন, 'বিসিবি কোনও সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সংস্থা নয়। পুলিশ বা ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের মতো। ওকে নিয়ে আমরা সরকারের কারও সঙ্গে কোনও কথা বলিনি। ওর বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই এ নিয়ে আমরা বেশি কিছু করতেও পারব না।'
আরও পড়ুন: অসুস্থ, নাকি মারধর করা হয়েছে? বাংলাদেশের ক্রিকেট ভক্তকে নিয়ে ধুন্ধুমার কানপুরে
ফারুখ জানিয়েছেন, তিনি ঘরের মাঠে শাকিবের শেষ টেস্ট খেলার সিদ্ধান্তকে সম্মান করেন। বলেছেন, 'অবশ্যই এটা হলে এর চেয়ে ভাল কিছু আর হয় না। ঘরের মাঠে যদি ও শেষ টেস্ট খেলে। শাকিব জীবনের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ওর সঙ্গে অবসর নিয়ে কথা বলার চেষ্টা করিনি। ও ভেবেছে এটাই অবসর নেওয়ার সঠিক সময়। ওর সিদ্ধান্তকে সম্মান করি।'
আরও পড়ুন: রুদ্ধশ্বাস শেষ ওভারে বল হাতে নায়ক, কলকাতার পেসারের দাপটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করল ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।