Ind vs Eng 2nd Test Day 3 Highlights: ২৪৪ রানে এগিয়ে ভারত, হাতে ৯ উইকেট, এজবাস্টন টেস্টেও কি রুদ্ধশ্বাস পরিণতি?
Ind vs Eng: এজবাস্টনে দ্বিতীয় টেস্ট যত গড়াচ্ছে, লড়াই আরও তীব্র হচ্ছে। ভারতের ৫৮৭ রানের জবাবে ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের দুরন্ত পার্টনারশিপের পরেও ৪০৭ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে গিয়েছে ইংল্যান্ড।

বার্মিংহাম: ম্যাচের তৃতীয় দিনের শেষ বলটি খেলা হওয়ার পরই কে এল রাহুল (KL Rahul) এগিয়ে গেলেন জেমি স্মিথের (Jamie Smith)। ১৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন স্মিথ। ইংল্যান্ডের ক্রিকেটে ইতিহাস তৈরি করেছেন স্মিথ। কোনও ইংরেজ উইকেটকিপার টেস্টে এত বড় রানের ইনিংস খেলেননি। অ্যালেক স্টুয়ার্টের রেকর্ড ভেঙে দিলেন স্মিথ। সেই কীর্তিকেই কুর্নিশ করতে এগিয়ে গেলেন রাহুল। ঠিক যেভাবে প্রথম ইনিংসে শুভমন গিলের সঙ্গে এগিয়ে গিয়ে করমর্দন করেছিলেন জো রুট।
তবে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট যত গড়াচ্ছে, লড়াই আরও তীব্র হচ্ছে। ভারতের ৫৮৭ রানের জবাবে ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের দুরন্ত পার্টনারশিপের পরেও ৪০৭ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। ১৮০ রানের বিরাট লিড পেয়েছে ভারত। ৬ উইকেট মহম্মদ সিরাজের। ৪ উইকেট নিয়েছেন আকাশ দীপ। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬৪/১। সব মিলিয়ে ২৪৪ রানে এগিয়ে ভারত।
২২ বলে ২৮ রান করে জশ টাংয়ের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। যদিও দুই দলের সৌজন্যের আবহ ধাক্কা খেল সেই সময়েই। আম্পায়ার যশস্বীকে এলবিডব্লিউ দিয়ে দেন। যশস্বী নন স্ট্রাইকিং প্রান্তে গিয়ে রাহুলের সঙ্গে আলোচনা করে রিভিউ নিলেন। তবে ততক্ষণে নির্ধারিত ১৫ সেকেন্ড সময় পেরিয়ে গিয়েছিল। আইসিসি-র নিয়ম হচ্ছে, আম্পায়ারের সিদ্ধান্তের ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নিতে হয়। যদিও আম্পায়ার যশস্বীর দাবি মেনে ডিআরএস দেন। যা দেখে মেজাজ হারান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। তিনি আম্পায়ারের কাছে গিয়ে তর্ক শুরু করেন। জানতে চান, কেন নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও যশস্বীকে ডিআরএস নিতে দেওয়া হল।
A determined spell applauded by his teammates 🙌
— BCCI (@BCCI) July 4, 2025
Mohd. Siraj with a memorable bowling performance in Edgbaston 👏👏
Scorecard ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND | @mdsirajofficial pic.twitter.com/329eBuD5YJ
যদিও শেষ পর্যন্ত লাভ হয়নি যশস্বীর। কারণ, তৃতীয় আম্পায়ারও যশস্বীকে আউটই দেন। শুক্রবার দিনের শেষে রাহুল ২৮ রানে ও করুণ নায়ার ৭ রানে ক্রিজে রয়েছেন।
২৪৪ রানে এগিয়ে ভারত। হাতে ৯ উইকেট। লিডস টেস্টেও ভারত বেশিরভাগ সময়ে ম্যাচে দাপট দেখানোর পরেও কয়েকটি সেশনের খারাপ খেলায় ম্যাচ হেরে বসেছিল। এজবাস্টনে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে মরিয়া ভারত ।




















