India vs England: ভারতের বিরুদ্ধেই ঘটেছিল অভিষেক, বশিরের বদলে সেই ক্রিকেটারকেই ৮ বছর পর দলে ডাকল ইংল্যান্ড
England Cricket team: হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২১ উইকেট নেওয়া এবং ৫৩৬ রান করা অলরাউন্ডারকেই বোলার বশিরের বদলে বাছল ইংল্যান্ড দল।

লন্ডন: লর্ডসে ইংল্যান্ডের স্মরণীয় জয়ে ভারতীয় দলের শেষ উইকেটটা নিয়েছিলেন তিনি। তবে শোয়েব বশিরের আঙুলে চোট লাগায় তিনি ম্যাচের সিংহভাগ সময়ই মাঠে উপস্থিতই ছিলেন না। ইসিবির তরফে আগেই জানানো হয়েছিল শোয়েব বশিরের ভবিষ্য়ৎ নিয়ে সিদ্ধান্তটা লর্ডস টেস্টের পরেই নেওয়া হবে। সেইমতোই, ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শেষের পরের দিনই দলের চতুর্থ টেস্টের স্কোয়াড জানিয়ে দিল ইসিবি। স্পষ্ট হয়ে গেল শোয়েব বশিরের ভবিষ্যৎও।
রবীন্দ্র জাডেদার সজোরে মারা এক বল আটকাতে গিয়ে আঙুলে চোট পান বশির। ঘটনাটি ভারতীয় ব্যাটিংয়ের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ঘটেছিল। ২১ বছর বয়সি ইংল্যান্ড তারকাকে বেশ যন্ত্রণায় দেখায়। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। তবে ম্যাচের চতুর্থ দিন সকালেই ইংল্যান্ড বোর্ডের তরফে এই নিয়ে এক বিবৃতি দিয়ে বলা হয় বশিরের আঙুলে চোট লাগলেও তিনি কিন্তু ম্যাচের চতুর্থ ইনিংসে বল করার জন্য প্রস্তুত। দ্বিতীয় ইনিংসে বশির অবশ্য মাত্র ছয় ওভারই বল করেন। এবার ওই আঙুলের চোটের জেরেই তিনি শুধু পরবর্তী টেস্ট নয় বাকি সিরিজ় থেকেই ছিটকে গেলেন।
পরবর্তী সপ্তাহে শুরু হওয়া ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াডে লিয়াম ডসনকে (Liam Dawson) ডাকা হয়েছে। জ্যাক লিচকে দলে নেওয়ার সুযোগ থাকলেও, অভিজ্ঞ ডসনকে অগ্রাধিকার দেওয়া হল। তিনি ২০১৭ সালে শেষ বার থ্রি লায়ান্সের হয়ে টেস্ট খেলেছিলেন। তবে সম্প্রতি লিয়াম বেশ ভাল ফর্মেই রয়েছেন। হ্যাম্পশায়ারের হয়ে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২১টি উইকেট নিয়েছেন। তাঁর ব্যাটিংয়ের হাতটাও মন্দ নয়। ডসন ৪৪.৬৬ গড়ে এ মরশুমে ৫৩৬ রানও করেছেন।
সম্ভবত এই অলরাউন্ড দক্ষতার জেরেই তাঁকে তাঁর থেকে অনেক বেশি উইকেট নেওয়ার জ্যাক লিচে আগে ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা পাইয়ে দিল। ডসন কিন্তু নয় বছর আগে নিজের টেস্ট অভিষেকটা ভারতের বিরুদ্ধেই ঘটিয়েছিলেন। প্রাক্তন ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ অধিনায়ক ম্যাঞ্চেস্টার সেই ভারতীয় দলের বিরুদ্ধেই চতুর্থ টেস্টে মাঠে নামার আশা করবেন।
৩৫ বছর বয়সি ডসনের দলে ডাক পাওয়ার প্রসঙ্গে ইংল্যান্ডের নির্বাচক লিউক রাইট বলেন, 'লিয়াম ডসন দলে ডাক পাওয়ারই যোগ্য়। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ও দুরন্ত ফর্মে রয়েছে এবং ধারাবাহিকভাবে হ্যাম্পশায়ারের হয়ে পারফর্মও করছে।' ইংল্যান্ডের প্রথম তিন টেস্টে দলের সদস্য স্যাম কুক ও জেমি ওভারটনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা কাউন্টি দলের এবার মাঠে নামবেন।




















