Rishabh Pant: অপ্রতিরোধ্য পন্থ! দ্বিতীয় ইনিংসেও শতরান হাঁকিয়ে নাম তুললেন রেকর্ডবুকে
IND vs ENG: প্রথম ইনিংসে ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। টেক্কা দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকালেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার।

হেডিংলে: আইপিএল একেবারেই ভাল যায়নি। ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ হয়েছিলেন। ব্য়াটার হিসেবেও একটি অর্ধশতরান ছাড়া বলার মত ইনিংস ছিল না। কিন্তু টেস্ট ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে নামতেই ফের নিজের জাত চেনানো শুরু করে দিয়েছেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। টেক্কা দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকালেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার।
দ্বিতীয় ইনিংসে ১৩০ বলে সেঞ্চুরি পূরণ করেন পন্থ। ভারতের প্রথম উইকেট কিপার ব্য়াটার হিসেবে একটি টেস্টের দুটো ইনিংসেই শতরান হাঁকানোর নজির গড়লেন ঋষভ পন্থ। এছাড়াও ২০১৪ সালে অ্য়াডিলেডে বিরাট কোহলির দুই ইনিংসে সেঞ্চুরির পর এই প্রথমবার কোনও ভারতীয় ব্যাটার যিনি টেস্টের দুটো ইনিংসেই শতরান হাঁকালেন। শতরান হাঁকানোর পরই চালিয়ে খেলা শুরু করেন পন্থ। যার জন্য তাঁর উইকেটও খোয়াতে হয়। ১৪০ বলে ১১৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন পন্থ। নিজের ইনিংসে ১৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। প্রথম ভারতীয় উইকেট কিপার ব্যাটার হিসেবেও টেস্টে এক ম্য়াচে আড়াইশো বা তার বেশি রান করলেন পন্থ।
২৭ বছরের পন্থ এখনও পর্যন্ত ৪৪টি টেস্ট খেলেছেন। করেছেন ৩২০০ রান। ৪৩.৪১ গড়ে ব্য়াটিং করেছেন তিনি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেট কিপার ব্যাটার অ্য়াডাম গিলক্রিস্ট টেস্টে ১৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া তালিকায় রয়েছেন জিম্বাবোয়ের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার অ্য়ান্ডি ফ্লাওয়ার। তিনি ১২টি শতরান করেছেন। লিস অ্য়ামস ৮টি ও এবি ডেভিলিয়ার্স ৭টি সেঞ্চুরি করেছেন উইকেট কিপার ব্যাটার হিসেবে। অর্থাৎ পন্থের যা বয়স তাতে ফর্ম ও ফিটনেস যদি আগামী ৬-৭ বছরও ধরে রাখতে পারেন এই তরুণ, তাহলে কিন্তু সবাইকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন।
এছাড়া শুধু সেঞ্চুরির তালিকাতেই নয়। রানের বিচারেও টেস্ট ফর্ম্য়াটে সবার ওপরে উঠে আসতে পারেন পন্থ। গিলক্রিস্ট মোট ৯৬ ম্য়াচে ৫৫৭০ রান করেছেন টেস্টে। যা উইকেট কিপার ব্যাটারদের তালিকায় সর্বাধিক রান। আর ২৫০০ এর মত রান পন্থ করতে পারলেই গিলিকে এই তালিকাতেও টপকে যাবেন বাঁহাতি তরুণ উইকেট কিপার ব্যাটার। এদিকে, হেডিংলে টেস্টেই উইকেটের পেছনেও একটি মাইলস্টোন স্পর্শ করেছেন পন্থ। উইকেটের পেছনে এই ফর্ম্য়াটে ১৫০ ক্যাচের মালিকও এখনও তিনি। টেস্টে ধোনি ২৫৬ ক্যাচ নিয়েছেন। সৈয়দ কিরমানি ১৬০ টি ও ঋদ্ধিমান সাহা ১৩৫টি ক্যাচ নিয়েছেন। বিশ্ব ক্রিকেটে এই তালিকায় সবার ওপরে রয়েছেন মার্ক বাউচার। তিনি ৫৩২ ক্যাচ নিয়েছেন। এছাড়া অ্য়াডাম গিলক্রিস্ট ৩৭৯ ক্যাচ নিয়েছেন।




















