IND vs PAK, WT20: রিচা-জেমাইমার দুরন্ত পার্টনারশিপে ৭ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত
IND vs PAK: জেমাইমা ৫৩ ও রিচা ৩১ রানে অপরাজিত থেকে ভারতকে জয় এনে দিলেন।
কেপ টাউন: সাত উইকেটে পাকিস্তানকে হারিয়ে দুরন্তভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women's T20 WC 2023) অভিযান শুরু করল ভারতীয় দল। অনবদ্য অর্ধশতরান করলেন জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। তিনি ৫৩ রানে অপরাজিত রইলেন। ৩১ রানে অপরাজিত থাকলেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)।
ভাল শুরু
ভারতকে জয়ের জন্য ১৫০ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। সেই লক্ষ্যে শুরুটা মন্দ করেনি ভারতীয় দল। তবে স্মৃতি মান্ধানার অনুপস্থিতিতে ওপেন করতে নামা ইয়াস্তিকা ভাটিয়া ১৭ রানের বেশি করতে পারেননি। সদ্যই অনুর্ধ্ব ১৯ দলকে খেতাব জেতানোর পরে এই ম্যাচের মাধ্যমেই প্রত্যাবর্তন ঘটান শেফালি ভার্মা। তিনি ২৫ বলে ৩৩ রান করেন। তবে একদিক থেকে যেখানে উইকেট পড়ছিল, সেখানে জেমাইমা কিন্তু ক্রিজে টিকে থেকে নিজের কাজটা করে যান। তিনি প্রথমে হরমনপ্রীত কৌর ও পরে রিচার সঙ্গে জুটি বেঁধে ভারতকে জয়ের দিকে এগিয়ে যান।
A stirring run-chase from India in Cape Town as they start their #T20WorldCup campaign with a win over Pakistan 💪
— ICC (@ICC) February 12, 2023
Match report 👇#INDvPAK | #TurnItUp
আগ্রাসী রিচা
হরমনপ্রীত ইনিংসের শুরুটা বেশ ভালই করেছিলেন। তবে তিনি ১৬ রানের বেশি করতে পারেননি। হরমনপ্রীত আউট হওয়ার পর দলের কিপার-ব্যাটার রিচা ক্রিজে নামেন। তিনি দুরন্ত ছন্দে ব্যাট করে পাকিস্তানের উপর পাল্টা চাপ তৈরি করে। শেষমেশ ২০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন রিচা। জেমাইমার ৫৩ রানের ইনিংস আসে ৩৮ বলে। চাপের মুখে দুরন্ত অর্ধশতরানের জন্য তাঁকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। পরের ম্যাচে ১৫ ফেব্রুয়ারি বুধবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন হরমনপ্রীতরা। এই ম্যাচে চোটের কারণে স্মৃতি মান্ধানা খেলতে পারেননি। আশা করা যায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে।
অধিনায়কের দাপট
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বিসমা মাহরুফ (Bismah Maroof)) নির্ধারিত ২০ ওভারে ভারতের বিরুদ্ধে ১৪৯ রান তুলল পাকিস্তান। ভারতের হয়ে বল হাতে রাধা যাদব (Radha Yadav) ২১ রানের বিনিময়ে দুই উইকেট নেন। ব্যাট হাতে পাকিস্তান অধিনায়ক বিসমা মাহরুফ অপরাজিত ৬৮ রানে ইনিংস খেলেন। পঞ্চম উইকেট তাঁর ও আয়েশা নাসিমের অর্ধশতরানের পার্টনারশিপের দৌলতেই লড়াইয়ের রসদ পেল পাকিস্তান। আয়েশা ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: বাবা ভেস পেজের জন্মদিন উপলক্ষে শহরে লিয়েন্ডার, খেললেন টেনিস টুর্নামেন্ট