Eden Gardens: সোমবার কলকাতায় শুভমন-যশস্বীরা, পরের দিনই শুরু প্রস্তুতি, ইডেনে টেস্ট যুদ্ধের আঁচ বাড়ছে
Indian Cricket Team: ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ইডেনে। তেম্বা বাভুমা বনাম শুভমন গিল ধুন্ধুমার লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা।

কলকাতা: দীর্ঘ ৬ বছর আগে, ২০১৯ সালে শেষবার কলকাতায় বসেছিল টেস্ট ক্রিকেটের আসর। সেটা ছিল ঐতিহাসিক টেস্ট। ভারতের মাটিতে প্রথমবার গোলাপি বলে, নৈশালোকের টেস্ট ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। ভারত সহজেই সেই ম্যাচে হারিয়েছিল বাংলাদেশকে। সৌরভ গঙ্গোপাধ্যায় তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
মাঝে ইডেনে ওয়ান ডে হয়েছে, টি-২০ খেলে গিয়েছে ভারতীয় দল। কিন্তু টেস্ট ম্যাচ আর হয়নি। এবার শীতের শুরুতেই ক্রিকেটের নন্দনকাননে ফের বসছে টেস্ট ক্রিকেটের আসর। সৌরভ সিএবি প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করার পরই। প্রতিপক্ষও এবার বিরাট শক্তিশালী। টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ইডেনে। তেম্বা বাভুমা বনাম শুভমন গিল ধুন্ধুমার লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা।
আর সেই যুদ্ধের মহড়া সারতে ম্যাচের চারদিন আগেই শহরে পৌঁছে যাচ্ছে ভারতীয় দল। আগামী সোমবার কলকাতায় পা রাখছেন অধিনায়ক শুভমন গিল, কোচ গৌতম গম্ভীররা। সিএবি সূত্রে খবর, মঙ্গলবার থেকে ইডেনে অনুশীলনে নেমে পড়বে ভারতীয় দল। তিনদিন প্র্যাক্টিস করার পর শুক্রবার থেকে শুরু হবে টেস্টের দ্বৈরথ।
তবে ভারতের বিরুদ্ধে সিরিজকে হাল্কাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকাও। সদ্য পাকিস্তানের মাটিতে পিছিয়ে পড়েও টেস্ট সিরিজ ড্র করেছেন তেম্বা বাভুমারা। তাঁরাও আগেভাগেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন। সিএবি সূত্রে খবর, রবিবারই শহরে পৌঁছে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা দল। ভারতের একদিন আগেই। প্র্যাক্টিসও শুরু করে দেওয়ার কথা ভারতের একদিন আগে, সোমবার থেকে। ম্যাচ নিয়ে উন্মাদনা তৈরি হচ্ছে।
ভারতের দল ঘোষণা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। মহম্মদ শামি কি ফিরবেন? যশপ্রীত বুমরাকে কি খেলানো হবে? নাকি বিশ্রাম দেওয়া হবে? দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য টিম ইন্ডিয়ার খোলনলচে কেমন হবে, তা নিয়ে চলছে জোর জল্পনা।
তারই মাঝে মহিলাদের বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটারকে বরণ করে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সিএবি। এমনিতেই ভারতের বিশ্বকাপ জয়ের পর ইডেনের সামনে হরমনপ্রীত কৌরদের ছবি, হোর্ডিং আলোয় ঝলমল করছে। বিশ্বকাপজয়ী দলের উইকেটকিপার রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন সিএবি সচিব বাবলু কোলে। দীপ্তি উত্তর প্রদেশের ক্রিকেটার হলেও দীর্ঘদিন খেলেছেন বাংলার হয়েও। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মাঝেই হতে পারে দুই ক্রিকেটারের সংবর্ধনা।




















