IND vs WI: পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের ভারতীয় দল ঘোষণা, কবে হবে?
India Cricket Team: বুধবার ২৪ সেপ্টেম্বর প্রথমে এই টেস্ট সিরিজের জন্য় ভারতীয় দল ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেল। কবে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা?

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। এশিয়া কাপের পরই এই টেস্ট সিরিজ। কিন্তু তার দল ঘোষণা এখনও হয়নি। আজ বুধবার ২৪ সেপ্টেম্বর প্রথমে এই টেস্ট সিরিজের জন্য় ভারতীয় দল ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেল। কবে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা?
বুধবার ছিল ভারত-বাংলাদেশ এশিয়া কাপ সুপার ফোরের ম্য়াচ। প্রথমে কানাঘুষো শোনা যাচ্ছিল যে বুধবারই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করে নেবে। যদিও তা পরবর্তীতে হয়নি। তবে সূত্রের খবর, আজ ২৫ সেপ্টেম্বর হয়ত নির্বাচক মণ্ডলী বেছে নেবে এই স্কোয়াড।
অনেকে কৌতূহলী এটা জানতে যে, অভিমন্যু ঈশ্বরণ কি টেস্ট দলে সুযোগ পাবেন? বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা তরুণের কি টেস্ট অভিষেকের স্বপ্ন অধরাই থেকে যাবে? ইংল্যান্ড সিরিজে দলে থাকলেও একাদশে শিকে ছেঁড়েনি ডানহাতি ব্যাটারের। ঘটনা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দলে সুযোগ নাও পেতে পারেন বাংলার ক্রিকেটার। বরং তাঁর চেয়ে দৌড়ে এগিয়ে তামিলনাড়ুর এন জগদিশান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত এ দলের একাদশ থেকেও বাদ পড়েছেন অভিমন্যু। যেখানে প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করা জগদিশান ভারত এ-র হয়ে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও খেলছেন। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং দক্ষতা এগিয়ে রাখছে জগদিশানকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮.৬৭ ব্যাটিং গড় নিয়েও বাংলার ক্রিকেটারের টেস্ট অভিষেকের অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে।
রোহিতের জুতোয় পা গলাবেন অভিষেক?
চলতি এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিষেক। ৪ ম্য়াচে এখনও পর্যন্ত ১৭৩ রান করে ফেলেছেন। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকও এখনও পর্যন্ত তিনিই। টানা দুটো ম্য়াচে সুপার ফোরে অর্ধশতরানও পূরণ করেছেন। কিন্তু টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভাল খেললেও এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে খেলার সুযোগ পাননি। তবে এবার সেই সুযোগ আসতে পারে। বিরাট কোহলি ও রোহিত শর্মা এই দুই অভিজ্ঞ ব্যাটার টি-টোয়েন্টি থেকে ও টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তাঁদের ওয়ান ডে কেরিয়ারও শেষের পথেই। এই পরিস্থিতিতে রোহিতের মত এক আক্রমণাত্মক ওপেনারের খোঁজ রয়েছে দলের। অভিষেকের থেকে সেরা বিকল্প হয়ত হতেই পারে না। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী আসন্ন অস্ট্রেলিয়া সফরে অভিষেক শর্মাকে দলে যুক্ত করা হতে পারে।




















