Mohammed Shami: 'আমি কার পথে কাঁটা?' অবসর নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন মহম্মদ শামি, দিলেন কড়া জবাব
Indian Cricket Team: শামি বলেছেন যে, টিম ইন্ডিয়ায় নির্বাচিত না হলে, তিনি ঘরোয়া ম্যাচগুলিতে (domestic matches) ঘাম ঝরাবেন ।

মুম্বই: কখনও চোট-আঘাত । কখনও ফর্ম । জাতীয় দলে জায়গা হারিয়েছেন মহম্মদ শামি । তাঁর অবসর নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা । অনেকের মনে হচ্ছে, হয়তো আর দেশের জার্সিতে দেখা যাবে না ডানহাতি পেসারকে ।
যদিও হাল ছাড়তে নারাজ শামি । দলীপ ট্রফিতে খেলবেন । ৩৪ বছর বয়সী পেসার লাগাতার ফিটনেস নিয়ে সমস্যায় পড়েছেন । ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের পর তিনি টিম ইন্ডিয়ার হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন । শেষবার তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল । এরপর এশিয়া কাপের দল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল । এমন পরিস্থিতিতে তাঁর অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল । কিন্তু এবার তিনি অবসর নিয়ে তাঁর নীরবতা ভেঙেছেন । শামি স্পষ্ট করেছেন যে, এখনই তাঁর অবসর নেওয়ার কোনও ইচ্ছা নেই ।
একটি সাক্ষাৎকারে মহম্মদ শামি বলেছেন যে, তিনি ঘরোয়া ক্রিকেটে (domestic cricket) কঠোর পরিশ্রম করতে প্রস্তুত এবং তাঁর লক্ষ্য টিম ইন্ডিয়ায় ফিরে আসা । এর সঙ্গে তিনি আরও বলেছেন যে, তিনি ফিরে এসে ভারতকে ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ জেতাতে চান ।
আমার সঙ্গে কী সমস্যা...
মহম্মদ শামি বলেছেন, "যদি কারও কোনও সমস্যা থাকে, তবে এসে আমাকে বলুন । আমার অবসর নেওয়ার ফলে কি কারও জীবন আরও ভাল হবে? আমাকে বলুন তো, আমি কার পথে কাঁটা হয়ে আছি, যে আপনারা চান আমি অবসর নিই । যেদিন আমার মধ্যে একঘেয়েমি আসবে, আমি চলে যাব । আপনারা আমাকে নির্বাচন করবেন না, তবে আমার পরিশ্রম চলবে ।"
শামি বলেছেন যে, টিম ইন্ডিয়ায় নির্বাচিত না হলে, তিনি ঘরোয়া ম্যাচগুলিতে (domestic matches) ঘাম ঝরাবেন । তাঁর মতে, এমন সিদ্ধান্ত তখনই নেওয়া হয় যখন একঘেয়েমি আসে, তবে এখনই তাঁর কেরিয়ারে ইতি টানার সময় আসেনি ।
বিশ্বকাপ জিততে হবে
২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল । মহম্মদ শামি স্বীকার করেছেন যে, তিনি ফাইনালে চাপ অনুভব করছিলেন । শামি বলেছেন যে, ২০২৩ সালে তাঁর বিশ্বকাপ জেতার স্বপ্ন অপূর্ণ ছিল । এখন তাঁর স্বপ্ন শুধু ওয়ান ডে বিশ্বকাপ জেতা এবং বিশ্বচ্যাম্পিয়ন দলের অংশ হওয়া । পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ ২০২৭ সালে খেলা হবে ।




















