Virat Anushka: কালো জলেই তেষ্টা মেটান বিরাট-অনুষ্কা, লিটার প্রতি দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার
Virat Kohli And Anushka Sharma: ফিটনেস নিয়ে খুবই সচেতন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ফিটনেসের জন্য প্রচুর পরিশ্রম করেন তিনি।
মুম্বই: দু'জনেই ফিটনেস নিয়ে বরাবর সচেতন। একজন ক্রিকেটের দুনিয়ায় কিংবদন্তি ব্যাটার হওয়ার পথে। আর একজন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। খাওয়া-দাওয়া, ডায়েট নিয়ে বরাবর সচেতন ২ জনেই। নিয়ম করে ওয়ার্ক আউটও করেন। শরীর সচেতন এই তারকা দম্পতি কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মত জল পান করেন না। শরীরের যত্ন রাখতে বিশেষ এক ব্র্যান্ডের জল পান করেন বিরাট ও অনুষ্কা।যার লিটার প্রতি দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য হবে আপনার।
বিরুষ্কার জন্য পানীয় জল আসে মূলত ফ্রান্স থেকে। বিরাট এক বিশেষ ধরনের মিনারেল জল পান করেন। যেই ব্র্যান্ডের নাম ইভিয়েন ৷ ফ্রান্সের এক ঝরনার জল পরিশোধন করে বোতলবন্দি করে বিক্রি করা হয় এই জল ৷ জানা গিয়েছে, এই জলের লিটার প্রতি দাম ৬০০ টাকা। অর্থাৎ অঙ্কের হিসেব করলে দেখা যাবে বছরে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের জল পান করে থাকেন এই তারকা দম্পতি।
ফিটনেস নিয়ে খুবই সচেতন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ফিটনেসের জন্য প্রচুর পরিশ্রম করেন তিনি। তাঁর ফিটনেস অন্যান্য ক্রিকেটারদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে। তিনি অনেকের কাছেই এ ব্যাপারে অনুপ্রেরণা। মাঝেমধ্যেই তাঁর শরীর-চর্চার ভিডিও কোহলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন।
এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট খেলছেন বিরাট কোহলি। ম্য়াচের তৃতীয় দিনের শেষ বলে দুর্ভাগ্যজনক ভাবে আউট হতে হয় কিং কােহলিকে। গ্লেন ফিলিপসের বলে ক্যাচ আউট হয়ে ফিরতে হয় প্রাক্তন ভারত অধিনায়ককে। তবে টেস্টে ৯ হাজার রান পূরণ করেছেন বিরাট। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সুনীল গাওস্করের পর টেস্টে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার কোহলি। টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। ২৫টি টেস্টের ৪৪ ইনিংসে করেছেন ২০৪২ রান। রয়েছে ৮ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮ টেস্টের ৫০ ইনিংসে ১৯৯১ রান করেছেন কোহলি। ৫টি সেঞ্চুরিও করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬ টেস্টের ২৮ ইনিংসে ৩টি সেঞ্চুরি সহ ১৪০৮ রান করেছেন কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১টি টেস্ট খেলেছেন কোহলি। ১৮ ইনিংসে করেছেন ১০৮৫ রান। সেঞ্চুরি ৫টি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬টি টেস্টের ২১ ইনিংসে ১০১৯ রান রয়েছেন কিংগ কোহলির। ৩টি সেঞ্চুরি রয়েছে তাঁর। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১২টি টেস্ট ম্যাচের ২৩ ইনিংসে ৯৩৬ রান রয়েছে কোহলির। করেছেন ৩টি সেঞ্চুরিও। বাংলাদেশের বিরুদ্ধে ৮টি টেস্ট ম্যাচ খেলেছেন কোহলি। ১৩ ইনিংসে ২টি সেঞ্চুরি সহ ৫৩৬ রান করেছেন কোহলি।