IND vs AUS: অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিটনেস টেস্টে পাস জাডেজার, অনিশ্চিত শ্রেয়স
IND vs AUS 2023: আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া। নাগপুরে প্রথম টেস্ট খেলতে নামবে ২ দল।
নাগপুর: বর্ডার-গাওস্কর ট্রফির আগে স্বস্তিতে ভারতীয় দল। ফিটনেস টেস্টে পাস করে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাস করেছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। কিন্তু নাগপুর টেস্টে অনিশ্চিত শ্রেয়স আইয়ার।
উল্লেখ্য, ২০২২ সালে অগাস্টে এশিয়া কাপের পর জাডেজা আর জাতীয় দলের জার্সিতে খেলেননি। হাঁটুর চোটে ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। এরপরই পাঁচ মাসের জন্য ২২ গজ থেকে ছিটকে যান জাডেজা। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি জাডেজা। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ ফেরার কথা ছিল তাঁর, কিন্তু শেষ মুহূর্তে নাম তুলে নেন জাডেজা। গত সপ্তাহে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন।
তবে জাডেজা ফিরলেও শ্রেয়স আইয়ার নাগপুর টেস্টে অনিশ্চিত। পিঠের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। এরপর থেকে আর ফেরা হয়নি তাঁর।। এনসিএতেই রিহ্যাবে আছেন এই মুহূর্তে তরুণ এই ব্যাটার। কিন্তু এখনও পুরো সুস্থ হননি তিনি। তাই নাগপুর টেস্টে হয়ত পাওয়া যাবে না শ্রেয়সকে।
আগামী ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। বর্ডার-গাওস্কর (Border Gavaskar Trophy) সিরিজের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। মাঠের খেলা শুরু না হলেও মাঠের বাইরের মনস্তাত্ত্বিক চাপ তৈরির লড়াই শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন অজি ক্রিকেটার কিংবদন্তি ইয়ান হিলি যেমন আসন্ন সিরিজে এগিয়ে রেখেছেন অস্ট্রেলিয়াকে। নাগপুরে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারতের পক্ষে ২-১ জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন।
ম্যাচে দেখবেন প্রধানমন্ত্রীরা
৯ থেকে ১৩ মার্চ ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে। সেই ম্যাচেই দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অ্যান্থনি আলবানেসে (Anthony Albanese) উপস্থিত থাকবেন। এই প্রথমবার তাঁর নামে নামাঙ্কিত স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদি। এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার কিন্তু কোনও কমতি নেই।
ভারতীয় দল আজই নাগপুরে এই সিরিজের জন্য একত্রিত হবে। ৩ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাগপুরেই চলবে ভারতীয় দলের অনুশীলন। সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে সুখবর। শ্রেয়স আইয়ারের প্রথম টেস্টে নামার সম্ভাবনা এখনও রয়েছে এবং ভারতের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।