IND vs ENG: 'মনে হয় কারও স্ত্রী ফোন করেছেন..', সাংবাদিক বৈঠকে বুমরার কথা শুনে উঠল হাসির রোল
Jasprit Bumrah: তৃতীয় টেস্ট ম্যাচে মাঠে ফেরেন যশপ্রীত বুমরা। আর মাঠে ফিরেই আগুন ঝরালেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন বুমরা।

লন্ডন: সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে মজার বাক্যালাপ এর আগেও করেছেন অনেক ক্রিকেটার। মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে সাংবাদিকদের হাস্যকৌতুক বাক্যালাপের ভিডিও অনেক ভাইরাল হয়েছে আগেও। এবার তেমনই একটি মুহূর্ত দেখা গেল ভারত-ইংল্য়ান্ড লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে। সাংবাদিক বৈঠকে এসেছিলেন বুমরা। সেখানেই কথা বলার সময় এক সাংবাদিকের ফোনকল বেজে ওঠে। বুমরা হাসতে হাসতে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন। এরপর বলে ওঠেন, ''কারও স্ত্রী হয়ত ফোন করেছেন।'' তিনি আরও বলেন, ''কিন্তু আমি কখনওই এই ফোনকল ধরব না।''
“Somebody’s wife is calling!”
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 11, 2025
Jasprit Bumrah reacts to a reporter’s phone going off during a press conference 😂 pic.twitter.com/SSfa9akUKZ
এজবাস্টনে খেলেননি তিনি। তবে লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচে মাঠে ফেরেন যশপ্রীত বুমরা। আর মাঠে ফিরেই আগুন ঝরালেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন বুমরা। এর সুবাদেই তিনি কপিল দেবের বড় রেকর্ড ভেঙেছেন। বুমরা প্রথম দিন মাত্র একটি উইকেট পেয়েছিলেন। হ্যারি ব্রুককে বোল্ড করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় দিন তিনি আসতেই ধ্বংসযজ্ঞ শুরু করেন তারকা ভারতীয় বোলার। বুমরা দ্বিতীয় দিনের শুরুতেই প্রথমে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে ক্লিন বোল্ড করেন। এরপরে বুমরার শিকার শতরানকারী জো রুট। বুমরার বলেই প্লেড অন তিনি। এরপরের বলেই তিনি ক্রিস ওকসকেও আউট করেন তিনি। শেষমেশ জোফ্রা আর্চারকে আউট করে বুমরা পাঁচ উইকেট পূর্ণ করেন। বুমরা টেস্ট কেরিয়ারে এই নিয়ে ১৫ নম্বর বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন। আর বিদেশের মাটিতে এটা ১৩ নম্বর। বুমরা এখন বিদেশে এক ইনিংসে সবথেকে বেশি পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলার।
বুমরার দুরন্ত বোলিংয়ের দৌলতে ভারতীয় দল ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৩৮৭ রানেই অল আউট করে দেয়। ইংল্যান্ডের হয়ে জো রুট অসাধারণ সেঞ্চুরি করেন। তাঁর সংগ্রহ ১০৪ রান। অন্যদিকে, জেমি স্মিথ ৫১ রানের ইনিংস খেলেন। ব্রাইডন কার্স ৫৬ রানের করেন। বুমরা এই নিয়ে তাঁর টেস্ট কেরিয়ারে ১৫ তম বার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন ইনিংসে। দ্বিতীয় দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১৪৫ রান তুলে নিয়েছে। ক্রিজে আছেন কে এল রাহুল ও ঋষভ পন্থ।




















