Jasprit Bumrah: মাঠ থেকেই নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে, কেমন আছেন ভারতের সেরা অস্ত্র বুমরা?
Jasprit Bumrah injury update: অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বুমরা না বল করতে পারার অর্থ ম্যাচ জিতে সিরিজে ভারতের সমতা ফেরানোর আশা ও বর্ডার গাওস্কর ট্রফি ধরে রাখার স্বপ্ন প্রবল ধাক্কা খাবে।
সিডনি: বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন প্রায় ৩ ঘণ্টা মাঠে ছিলেন না তিনি। পিঠে যন্ত্রণা শুরু হওয়ায় হাসপাতালে দৌড়তে হয়েছিল। সেখানে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোট পাওয়া জায়গার স্ক্যান করানো হয়।
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা (Indian Cricket Team) তারপর থেকেই উদ্বেগের প্রহর গুনছেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বুমরা না বল করতে পারার অর্থ ম্যাচ জিতে সিরিজে ভারতের সমতা ফেরানোর আশা ও বর্ডার গাওস্কর ট্রফি ধরে রাখার স্বপ্ন প্রবল ধাক্কা খাবে।
কেমন আছেন বুমরা? তিনি কি সিডনি টেস্টে আর মাঠে নামতে পারবেন? কতটা গুরুতর তাঁর চোট?
শনিবার দ্বিতীয় দিনের খেলার শেষে বুমরার চোট নিয়ে বড় আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা। নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে যিনি জানিয়েছেন, বুমরার চোট গুরুতর নয়। তাঁর ব্যাট করতে সমস্যা হবে না। তবে বল করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। রবিবার সকালে তাঁর চোট খতিয়ে দেখে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
3⃣2⃣ and counting 🔥🔥
— BCCI (@BCCI) January 4, 2025
Jasprit Bumrah now has the Most Wickets for a #TeamIndia bowler in a Test series in Australia! 👏👏#AUSvIND | @Jaspritbumrah93 pic.twitter.com/T7xldpIDFU
বোর্ডের ওই কর্তা বলেছেন, 'বুমরার পিঠে টান লাগার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওর স্ক্যান করানো হয়েছে। এই মুহূর্তে গুরুতর নয় পরিস্থিতি। ওর ব্যাট করতে সমস্যা হবে না। তবে বল করতে পারবে কি না, সেই সিদ্ধান্ত সকালে ওকে পরখ করার পর নেওয়া হবে। সকালে ও কীরকম অনুভব করছে, তার ওপর সব কিছু নির্ভর করছে। দেখা যাক। আপাতত মেডিক্যাল টিম ওকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে।'
আরও পড়ুন: ভেঙেছে কাঁধ, নাক, মাঠের ভয়াবহ ঘটনার পর কেমন আছেন দুই ক্রিকেটার?
বুমরার চোটের প্রকৃতি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণও। যিনি ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ধস নামিয়েছিলেন। দ্বিতীয় দিন খেলার শেষে প্রসিদ্ধ বলেন, 'যশপ্রীত বুমরার পিঠে টান লেগেছে। ও স্ক্যান করাতে গিয়েছিল। মেডিক্যাল টিম ওকে পর্যবেক্ষণ করছে। স্ক্যানের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে ওর কী অবস্থা।'
আরও পড়ুন: বেহালায় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, আটক বাসচালক