আরও পড়ুন: ৪ ম্যাচে ৩ সেঞ্চুরি, একবারও আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার বিরল বিশ্বরেকর্ড করুণের
Sana Ganguly: বেহালায় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, আটক বাসচালক
Sourag Ganguly Daughter Sana Ganguly: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি উল্টেও যেতে পারত। সেক্ষেত্রে বড়সড় চোট লাগার আশঙ্কা ছিল সৌরভ কন্যার। তবে চালকের তৎপরতায় গাড়িটি কোনও মতে দাঁড়িয়ে যায়।
কলকাতা: জ্যেঠু স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehasish Ganguly) কন্যা স্নেহার বাগদান উপলক্ষ্যে কলকাতায় ফিরেছেন সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। শুক্রবার সন্ধ্যায় কলকাতার রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতা হল সৌরভ-কন্যার (Sourav Ganguly)। পথ দুর্ঘটনার মুখে পড়লেন সানা।
শুক্রবার সন্ধ্যায় বেহালার চৌরাস্তার কাছে সানা গঙ্গোপাধ্যায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, সানা বসেছিলেন গাড়িচালকের পাশের আসনে। সেই সময়ই একটি বাস রেষারেষি করতে গিয়ে ধাক্কা মারে সানার গাড়িতে। গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি উল্টেও যেতে পারত। সেক্ষেত্রে বড়সড় চোট লাগার আশঙ্কা ছিল সৌরভ কন্যার। তবে চালকের তৎপরতায় গাড়িটি কোনও মতে দাঁড়িয়ে যায়। সানার অল্পবিস্তর চোট লেগেছে। ঘটনাস্থলে আসে পুলিশ। ওই বাসচালককে পাকড়াও করা হয়েছে।
আরও পড়ুন: মাঠে সাংঘাতিক ঘটনা! হাসপাতালে নিয়ে যাওয়া হল দুই ক্রিকেটারকে
ঠিক কী হয়েছিল? শুক্রবার সন্ধ্যায় বেহালা চৌরাস্তার কাছে সানা গঙ্গোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারে একটি বাস। ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ। অভিযোগ, বাসটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। তবে গাড়ির যেদিকে বাসটি ধাক্কা মেরেছে, সেদিকে ছিলেন না সানা। গাড়ির অন্যদিকে বসেছিলেন সৌরভ-কন্যা। ফলে বাসটি ধাক্কা মারলেও সানার বড়সড় কোনও বিপদ হয়নি।
তবে দুর্ঘটনার অভিঘাতে বেশ আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারাই বাড়িতে পৌঁছে দেয় সানাকে। ওই বাসের চালককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের কারও কারও দাবি, ডায়মন্ড হারবার রোডের উপরে দুটি বাস রেষারেষি করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস ধাক্কা মারে সানার গাড়িতে। পরিস্থিতি এমন হয়েছিল যে, সানার গাড়ি উলটে যেতে পারত। তবে চালকের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন সানা।
বিষয়টি নিয়ে অবশ্য ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে সূত্রের খবর, পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
সানা এখন কর্মসূত্রে লন্ডনে থাকেন। সেখানেই চাকরি করেন তিনি। সম্প্রতি তিনি কলকাতায় ফিরেছেন ছুটি নিয়ে। কারণ, গঙ্গোপাধ্যায় পরিবারের বড় ছেলে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়ে স্নেহার বাগদান। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বাড়ি ফিরেছেন সানা। তারপরই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হল সৌরভ-কন্যাকে।